আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আরামবাগ, হুগলী ঃ গত ২রা অক্টোবর আরামবাগের ইন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান জাকজমক পূর্ণ ভাবে স্থানীয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল৷ অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত, প্রধান অতিথি ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপ্রধান শ্রীস্বপন নন্দী, বিশেষ অতিথি ছিলেন অবধূতিকা আনন্দবিমোহা আচার্যা৷ অনুষ্ঠানে আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দবিমোহা আচার্যা৷ অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট শিশুরা কবিতা, গান, ছড়া প্রদর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মোহিত করে৷ দর্শকরাও হাততালি দিয়ে শিশুদের উৎসাহিত করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন৷ মহান শিক্ষাগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকারের গল্প অবলম্বনে  ‘সবুজ দ্বীপের বাঁশি’  নাটকটি সুন্দরভাবে মঞ্চস্থ করা হয়৷ উপস্থিত সকলে নাটকের কুশীলবদের অভিনয়ের প্রশংসা করেন৷