আনন্দনগরে প্রাউট দর্শনের ওপর সিম্পোজিয়াম

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া ঃ গত ২৫শে নবেম্বর রেণেশাঁ ইয়ূনিবার্সালের উদ্যোগে আনন্দনগরের রোটাণ্ডা অডিটোরিয়ামে ‘প্রাউট’ দর্শনের ওপর সিম্পোজিয়ামের আয়োজন করা হয়৷ এই সিম্পোজিয়ামে সভাপতির আসন অলঙ্কৃত করেন আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়া নিস্তারিণী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ডঃ চন্দ্রশেখর হাজরা, কলকাতার রাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ডঃ সুস্মিতা চ্যাটার্জী, বিশিষ্ট শিক্ষাবিদ ঊষা গড়াঞ, ছিলেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত ও প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত৷

প্রাউট প্রবক্তা প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে অতিথিবৃন্দ মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ আচার্য শুভ প্রসন্নানন্দ অবধূতের একটি প্রভাতসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ উদ্বোধনী বক্তব্য রাখেন আুচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ ডঃ চন্দ্রশেখর হাজরা তাঁর বক্তব্যে বলেন---বর্তমানে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বায়নের নামে ধনিক শ্রেণী গরীবদের শোষণ করছে৷ একমাত্র মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ‘প্রাউট’ই গরীব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানে সক্ষম

রাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা সুস্মিতা চ্যাটার্জীও ‘প্রাউট’ দর্শনের মূল তত্ত্বগুলির ওপর আলোকপাত করে বলেন---বর্তমান যুগের অর্থনৈতিক সমস্যার সমাধান আজ কেবল প্রাউট দর্শনেই রয়েছে৷ শ্রীমতী ঊষা গড়াঞ নারী স্বাধীনতার ওপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রীসরকার ‘প্রাউট’ দর্শনে নারীর স্বাধীকার প্রতিষ্ঠার ওপরেও বিশেষ গুরুত্ব দিয়েছে৷ ‘প্রাউট’ চায় নারী-পুুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে সমাজের সমস্যার সামূহিক আন্দোলনে সামিল হোক৷ আচার্য রবীশানন্দ অবধূত আজকের নেতৃত্বের সংকটের ওপর আলোকপাত করেন বলেন, প্রাউটের সদবিপ্রের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে সর্বাত্মক শোষণমুক্তির আন্দোলনে নেতৃত্ব দিতে হবে৷ আচার্য মন্ত্রশ্বরানন্দ অবধূত দেশের ছাত্র-যুবা, শ্রমিক-কর্ষক, বুদ্ধিজীবী---সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন---আসুন, ‘প্রাউট’ জানুন৷ প্রাউটেই রয়েছে সর্বাত্মক শোষণমুক্ত সমাজ গড়ার আন্দোলনের চাবিকাঠি৷