অপরাধে এগিয়ে উত্তরপ্রদেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা মার্চ পশ্চিমবঙ্গের মালদহে গাজলে এক জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন উত্তর প্রদেশে গুন্ডারা গলিতেও ঘুরতে পারে না৷ গাজলের জনসভায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে যখন তুলোধনা করছেন যোগী আদিত্যনাথ তখন যোগীরাজ্য উত্তাল এক  নির্যাতিতার বাবাকে খুনের ঘটনায়৷ ঘটনার স্থল সেই হাথরস, যেখানে পুলিশ ধর্ষনের প্রমাণ লোপাট করতে ধর্ষিতাকে রাতের অন্ধকার পুড়িয়ে দিয়েছিল৷ বিজেপির  পরিযায়ী নেতারা যে বাঙলায় এসে ঝুরি ঝুরি মিথ্যা বলে যান সম্প্রতি জাতীয় অপরাধ নথিভুক্তকরণ ব্যুরোর প্রকাশিত তথ্যেই প্রমাণ হয়৷

জাতীয় অপরাধ নথিভুক্তিকরণ ব্যুরোর ২০১৯-এর পরিসংখ্যানে জানা যায়---২০১৭ সালে পশ্চিমবঙ্গে মোট অপরাধ সংঘটিত হয়েছে,১,৬৩,৯৯৯টি সেখানে উত্তর প্রদেশে ৩,১০,০৮৪টি, ২০১৮ সালে পশ্চিমবঙ্গে ১,৫৭,৬১০টি,উত্তরপ্রদেশে ৩,৪২,৩৫৫টি, পশ্চিমবঙ্গে ২০১৯ সালেও ১,৫৭,৬১০টি উত্তরপ্রদেশে ৩,৫৩,১৩১টি৷ এই তথ্য থেকে পরিষ্কার উত্তরপ্রদেশে অপরাধ বছর বছর বেড়ে চলেছে, যেখানে পশ্চিবঙ্গে কমের দিকে৷

সারা দেশেও অপরাধের শতকরা হারে পশ্চিমবঙ্গ যেখানে ৪.৯ শতাংশ উত্তর প্রদেশে ১০.৯ শতাংশ এর পরেও বহিরাগত বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হতে থাকেন৷