অরাজনৈতিক রাজনীতি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন৷ কোন রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই৷ তবে বাঙলার ভালোমন্দ ভেবে আন্দোলনে নামেন৷ এরকম একদল গণআন্দোলন ও মানবাধিকার কর্মী পথে নাবছেন---‘‘যাঁকে খুশি ভোট দিন, বিজেপিকে নয়’’ এই ডাক দিয়ে যৌথ মঞ্চ তৈরী করে৷ মঞ্চের কর্মীরা বলেন---বিজেপির বিদ্বেষের রাজনীতি বাঙলার সংস্কৃতিকর সঙ্গে খাপ খায় না৷ আমরা ক্ষমতা দখলের রাজনীতি করি না৷ কিন্তু কোন সাম্প্রদায়িক শক্তি বাঙলায় ভূমি দখল করুক, এটাও  চাই না৷

তাই আমরা বিজেপিকে দ্বিতীয় তৃতীয় স্থানেও দেখতে চাই না৷ বাঙলার কিছু উচ্চাকাঙ্খী নেতা বিজেপির দিকে ঝুঁকছে বলেই বাঙলার বিপদটা মানুষকে আলাদা করে বোঝানো দরকার৷ ভারতের অন্যান্য রাজ্যে সাংসদ বিধায়ক কেনা-বেচা হলেও বাঙলায় এ সংস্কৃতিক ছিল না৷ কিন্তু এখন হঠাৎ ভোটের মুখে কিছু সাংসদ বিধায়ক নেতা বিজেপি মুখী হচ্ছে নীতিবাদের প্রশ্ণ তুলে, এটা খুবই হাস্যকর ব্যাপার৷ বাঙলায় সাম্প্রদায়িক বিভাজনের পথ প্রশস্ত হচ্ছে ভিনরাজ্যের কিছু নেতার হাত ধরে৷ ১৯৪৬-এর ক্ষতের জ্বালা এখনও বাঙালীকে বয়ে বেড়াতে হচ্ছে৷ এন.আর.সি, সিএএ সেই ক্ষতেরই পুঁজ রক্ত৷ এর ওপর নোতুন করে আর ক্ষত সৃষ্টি হোক আমরা চাই না৷ সেজন্যে আমরা যৌথমঞ্চ করে পথে নামছি মানুষ যাতে ভুল না করে৷