January 2020

ঔদ্ধত্যের জবাব দিল রাজ্যবাসী - ঝাড়খণ্ডে বিজেপির পতন

এক্সিট পোল আগেই আভাষ দিয়েছিল ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছে না বিজেপি, সেই আভাসের ধারে-কাছেই থাকল নির্বাচনের ফল৷ ৮১ আসনের ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেস- জে.এম.এম জোট ৪৭টি আসন জিতে ক্ষততা দখল করল, দু’বছর আগেও দেশের ৭০ শতাংশ ছিল গেরুয়া শাসনে, এখন সে-ই কমে ৩৫ শতাংশের নীচে নামল৷ মহারাষ্ট্রে মুখ পোড়ানোর পর ঝাড়খণ্ডও মুখ ফেরালো বিজেপির থেকে৷

মিওয়াকি পদ্ধতিতে অরণ্য হবে মুর্শিদাবাদে

অল্প জায়গায় বেশী করে স্থানীয় গাছ লাগিয়ে তাদের মধ্যে বেড়ে ওঠার কৃত্রিম প্রতিযোগিতা করিয়ে ঘন অরণ্য তৈরীর পদ্ধতি আবিষ্কার করেন জাপানী উদ্ভিদবিদ্ আকিরা মিওয়াকি৷ এই পদ্ধতি আবিষ্কারের জন্যে মিওয়াকিকে ব্লু প্ল্যানেট পুরস্কারে ভূষিত করা হয়৷

তাঁরএই পদ্ধতিকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদে বনাঞ্চল তৈরীর পরিকল্পনা নিল মুর্শিদাবাদ জেলা পরিষদ৷ জেলা পরিষদেরএক কর্মকর্তা জানান ১০০ দিনের কাজের প্রকল্প কাজে লাগিয়ে এই বনাঞ্চল তৈরী হবে৷

ফিরছে চটের বস্তা

চটের বাজার দখল করেছে প্লাস্টিক অনেক আগেই৷ কিন্তু প্লাস্টিক পচনশীল না হওয়ায় প্লাস্টিকের আবর্জনায় ভরে উঠেছে বিশ্ব৷ এবার দেশকে প্লাস্টিক মুক্ত করতে ভারত সরকার আবার চটের বস্তার যুগে ফিরতে চাইছে৷ ইতোমধ্যে চটের বস্তার সরবরাহ বাড়াতে জুট মিল গুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

গোধরা দাওয়াই দেবার হুমকী

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন দমন করতে গোধরা কাণ্ডের পরবর্তী পরিণতির হুমকী দিলেন কর্ণাটকের বিজেপি সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী সি.টি.রবি৷ তিনি বলেন সংখ্যাগুরুদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে কী হতে পারে গোধরা পরবর্তী ঘটনা সেটা দেখিয়েছে৷ তাঁর এই মন্তব্যে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে৷

এন.আর.সি.-তে ‘না’ নীতিশের

অবিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল ও পঞ্জাব আগেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের রাজ্যে এন.আর.সি.  হবে না৷ এবার বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারে সরকার গড়েছেন নীতিশ কুমার৷ সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে ভোটও দিয়েছেন, কিন্তু এখন তাঁর রাজ্যে এন.আর.সি.তে নারাজ হলেন৷ আন্দোলনের ঠেলায় শরিক দলও বিরূপ হচ্ছে৷

এন. পি. আর এন. আর. সি. বিতর্ক - আইন ও মন্ত্রীর কথায় বিস্তর ফারাক

একের পর এক রাজ্য হাতছাড়া হতেই বেসামাল অবস্থা বিজেপির৷ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বেসুরো কথাতেই তা পরিষ্কার৷ এমনটাই মনে করছেন বিরোধী দলের নেতারা৷ সংসদে ও সংসদের বাইরে এন.আর.সি.-র সমর্থনে বারবার গলা ফাটিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা৷ গলা উঁচু করে সারা দেশে এন.আর.সি.-র কথা বলেছেন৷ এই দলে বিজেপির প্রাক্তন ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন৷

আর্থিক বিপর্যয় থেকে বাঁচার পথ প্রাউট

গত ১৯শে ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী একটি প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বনগাঁয়৷ এই প্রশিক্ষণ শিবিরে বর্তমান সামাজিক অবক্ষয় ও আর্থিক বিপর্যয়ের কারণ বিস্তারিত আলোচনা হয় ও প্রাউটের পথেই যে সমস্যার সমাধান সম্ভব সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বেশ কিছু ছাত্র-যুবককে৷ প্রশিক্ষণ শিবিরে সামাজিক- অর্থনৈতিক-রাজনৈতিক বিষয়ে বর্তমান সমস্যাগুলি তুলে ধরা হয় ও প্রাউটের দৃষ্টিতে সমাধানের পথ দেখান হয়৷

আনন্দমার্গ আশ্রমে অখণ্ড কীর্ত্তন

নিউ  ব্যারাকপুর : গত ২৫শে ডিসেম্বর বুধবার নিউ ব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে শতাধিক ভক্তের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন   (মাসিক কীর্ত্তন অনুষ্ঠান) অনুষ্ঠিত হয়৷ এই সঙ্গে সপ্তদশ বর্ষের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠানের বর্ষপূর্ত্তি হ’ল৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন শ্রী মোহন অধিকারী, আচার্য বাসুদেবানন্দ অবধূত, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত প্রমুখ৷ আনন্দমার্গের বিভিন্ন দিক ও কীর্ত্তন মহিমার ওপরে মূল্যবান বক্তব্য রেখেছেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷

নারী জাতি হোক নোতুন বিপ্লবের অগ্রদূত

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

সমাজে নারী ও পুরুষ পাখীর  দুটি  ডানার  মতো৷ একটা ডানা  যদি  পঙ্গু হয়,  তা  হলে একটিমাত্র  ডানা  দিয়ে  পাখী  উড়তে  পারে  না৷ ঠিক তেমনি  সমাজে  নারী যদি  অবহেলিত  হয়,  শোষিত  হয়,  নির্যাতিত  হয়,  যা  আজকে  হচ্ছেও,  এ  অবস্থায় সমাজের প্রকৃত প্রগতি  হতে  পারে  না৷ নারী  পুরুষের  জননী৷  এই  সত্য  মদগর্বী  কিছু  পুরুষ  ভুলে  যায়  ও  নারীর  ওপর  নির্যাতন  চালায়৷

বর্তমানে বিভিন্ন  স্থানে,  কিছু  পশুস্বভাবযুক্ত  পুরুষ  যেভাবে  মেয়েদের ওপর  পাশবিক  নির্যাতন  চালাচ্ছে  তা  মানব  সভ্যতার  মুখে  চরমভাবে  কালি  লেপন  করছে৷

নির্ভয় হও

‘‘এষ হ দেবঃ প্রদিষোনুসর্বাঃ পূর্বো হ জাতঃ স উ গর্ভে অন্তঃ৷

স এব জাতঃ স জনিষ্যমানঃ প্রত্যঙ জনাংস্তিষ্ঠতি সর্বতো মুখঃ৷৷’’

(শ্বেতাশ্বেতরোপনিষদ)

কখনও কোনো অবস্থাতেই কোনো মানুষের মনে হীনম্মন্যতা থাকা উচিত নয়৷ আমি ছোট, এই বোধ থাকা উচিত নয়৷ কেউ নীচু নয় কেননা সকলেই পরমপিতার পুত্র, পরমপিতার সন্তান৷