December 2020

ওদের ১৪৪ আমাদের ২৮৮

দিল্লী সীমান্তে ২৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে আছে কয়েক হাজার কর্ষক৷ তাদের দাবী নয়া কৃষি আইন বাতিল করতে হবে৷ কৃষি আইনের সমর্থনে প্রধানমন্ত্রী কর্ষকদের অনেক আশ্বাসবাণী শুনিয়েছেন৷ কিন্তু প্রধানমন্ত্রীর গালভরা আশ্বাসে কর্ষকরা ভুলছেন না৷ তাই দিল্লী সীমান্তে ২৪ নম্বর জাতীয় সড়কই এখন কয়েক হাজার কর্ষকের ঘর সংসার, সীমান্তে ওপারে  পুলিশের ব্যারিকেড ১৪৪ ধারা জারি৷ কিন্তু এপারে ভীড়ের মধ্যে কেউ একজন উঁচু করে ধরে আছেন ২৮৮ ধারা লেখা ব্যানার৷ এ কোন ধারা ?  আন্দোলনে সামিল একজন বললেন এ ধারার অর্থ ওরা যেটা মানা করবে আমরা সেটা দ্বিগুন করব৷ তাই ওপারে ১৪৪ ধারা, এপারে আমাদের ২৮৮৷

অর্থনীতির নিয়মে দেশে মন্দা  মানুষ অর্থনীতির তত্ত্বকথা বোঝে না - দারিদ্র্য দূরীকরণে বাস্তবমুখী পরিকল্পনা চাই

অর্থনীতির অধঃগতি করোনা আসার অনেক আগে থেকেই শুরু হয়েছে৷ এপ্রিল -জুন ত্রৈমাসিক হিসাবে জিডিপির সঙ্কোচ ছিল প্রায় ২৪ শতাংশ৷ জুলাই-সেপ্ঢেম্বর ত্রৈমাসিকে সঙ্কোচের হার ৭.৫ শতাংশ৷ অর্থনীতির তত্ত্ব কথায় পর পর দুটি ত্রৈমাসিকে জিডিপির হার সঙ্কোচন হলে দেশ মন্দার  কবলে  পড়ে৷ সেই অর্থে ভারত এখন মন্দার কবলে৷ ত্রৈমাসিক  আর্থিক বৃদ্ধির পরিমাপ শুরু করার পর থেকে অর্থনীতির বিচারে দেশ এই প্রথম আর্থিক মন্দার কবলে পড়লো৷

দক্ষিণ কলকাতায় ‘আমরা বাঙালী’র বিক্ষোভ

গত ২১ নভেম্বর ত্রিপুরার কাঞ্চনপুরে পুলিশের গুলি চালনায় একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার প্রতিবাদে গত ২৭শে নভেম্বর দক্ষিণ কলকাতায় বসুশ্রী সিনেমার বিপরীত দিকে ‘আমরা বাঙালী’ বিক্ষোভ সভা করে৷ বিক্ষোভ সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা৷ বিক্ষোভকারীদের দাবী আহত ও নিহতদের উপযুক্ত  ক্ষতিপূরণ ও দোষী পুলিশকর্মীদের শাস্তি দিতে হবে৷ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, কলকাতা জেলা সচিব গোপাল রায়চৌধুরী, বাঙালী ছাত্রযুব সমাজের সচিব তপোময় বিশ্বাস অরূপ মজুমদার, শৈলেন মোদক প্রমুখ৷

‘আমরা বাঙালী’র প্রতিবাদ সভা

উত্তরপূর্বাঞ্চলে বাঙালী নির্যাতনের প্রতিবাদে ‘আমরা বাঙালী’ হাওড়া জেলা কমিটির  পক্ষ থেকে রাণীহাটিতে আমতা মোড়ে বিক্ষোভ সভা করা হয়৷ গত ২১শে নভেম্বর ত্রিপুরার কাঞ্চনপুরে পুলিশের গুলিতে একজন বাঙালী যুবক নিহত ও কয়েকজন আহত হওয়ার প্রতিবাদে ‘আমরা বাঙালী’ কর্মীরা বিক্ষোভ দেখায় ৷ পরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সচিব বকুল রায় বলেন--- শুধু কাঞ্চনপুর নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বাঙালীরা আজ নানাভাবে নির্যাতিত হচ্ছে৷ আর্থিক অবরোধ শারীরিক অত্যাচারে বাঙালীর জীবন ও জীবিকা স্তব্ধ হয়ে গেছে৷ তিনি বলেন উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি যদি বাঙালীদের নিরাপত্তা না দিতে পারে৷

স্যানিটাইজারে খুন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে আরও একজন সাংবাদিক খুন হলেন, এবার স্যানিটাইজার দিয়ে পুড়িয়ে খুন করা হয়৷ বলরামপুর জেলার কাওয়ারলি গ্রামে সাংবাদিক রাকেশ সিং ও তার একবন্ধু পিন্টু সাহু৷

রাকেশ সিং একটি সংবাদপত্রে কাজ করতেন৷ স্থানীয় পঞ্চায়েত প্রধানের দুর্নীতি তিনি প্রকাশ করে দিয়েছিলেন৷ সেই কারণেই রাকেশকে খুন হতে হয়েছে৷ রাকেশকে তাঁর বাড়িতেই পুড়িয়ে মারা হয়৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বন্ধ পিন্টু সাহু৷ তিনিও পুড়ে মারা যান৷ পুলিশ স্থানীয় পঞ্চায়েত প্রধান সুশীলা মিশ্রের পুত্র রিঙ্কু মিশ্র ও আরও দুইজনকে গ্রেপ্তার করেছে৷

সর্বাত্মক কল্যাণের পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে প্রাউটের আবির্ভাব

আচার্য সত্যশিবানন্দ অবধূত

মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার তাঁর নোতুন সামাজিক-অর্থনৈতিক তত্ত্বের নামকরণ করেছেন ‘Progressive Utilization Theory’’ ( এরই সংক্ষিপ্ত রূপ PROUT) প্রাউট৷ এর  বাংলা হল প্রগতিশীল  উপযোগ তত্ত্ব৷ প্রশ্ণ জাগতে পারে প্রাক্তন প্রবক্তা তাঁর  তত্ত্বের  নাম এরূপ রাখলেন কেন?

বিষ্ণুর আবাস

শাস্ত্রে পরমপুরুষের একটি নাম ‘বিষ্ণু’৷ সংস্কৃত ‘বিশ্’ (প্রবেশ করা) ধাতু থেকে নিষ্পন্ন ‘বিষ্ণু’ শব্দের অর্থ হ’ল ব্যাপনশীল অর্থাৎ যিনি প্রতিটি সত্তার ভেতরে অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন৷ অসীম অনন্ত অখণ্ড সর্বগ সর্বব্যাপী এই সত্তার জন্যেই বিশ্বের অন্যান্য খণ্ড সত্তাগুলো টিকে রয়েছে৷ জল না থাকলে যেমন মাছ থাকতে পারে না তেমনি পরমপুরুষ ছাড়া জীবও বাঁচতে পারে না, কোন কিছুরই অস্তিত্ব থাকতে পারে না৷ বস্তুতঃ তাঁর অস্তিত্বের জন্যেই সব কিছু অস্তিত্ববান৷ তবে একথাও ঠিক যে তিনি কোথাও প্রকট, কোথাও অপ্রকট৷

শিল্পে সমবায়

বিশ্বের কোন জীবকেই আমরা উপেক্ষা করতে পারি না৷ বিশ্বের এক অংশের শিল্পোন্নয়ন অন্য অংশের দারিদ্র্য বা বেকারীকে ভালভাবে দূর করতে পারে না৷ তাই শিল্প–ব্যবস্থা যতদূর সম্ভব বিকেন্দ্রীকরণ নীতি অনুযায়ীই করা উচিত৷১১

শিল্পের বিকেন্দ্রীকরণ ঃ কোন একটি দেশ বা জেলা যদি অত্যধিক শিল্পোন্নত হয়, তাতে অপরাপর অংশের অর্থনৈতিক উন্নয়নে কোন রকম সুবিধা হয় না৷ তাই শিল্পের বিকেন্দ্রীকরণ দরকার৷ কিন্তু মূল শিল্প থাকবে কেন্দ্রীকৃত৷ উদাহরণস্বরূপ, সুতাকল শিল্প হবে কেন্দ্রীকৃত–যাকে কেন্দ্র করে’ বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে গড়ে’ উঠবে বস্ত্রবয়ন শিল্প৷

 ত্রিপুরায় বাঙালী নির্যাতনের বিরুদ্ধে চাই সমস্ত বাঙালীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ

আচার্য সত্যশিবানন্দ অবধূত

উত্তর ত্রিপুরায় মিজোরাম থেকে আসা রিয়াং শরণার্থীদের উগ্রবাদীরা দীর্ঘদিন ধরে স্থানীয় বাঙালীদের ঘরবাড়ী ভাঙচুর  করছে, ধনসম্পদ লুঠ করছে ও নানাভাবে বাঙালীদের ওপর নির্যাতন চালাচ্ছে৷ কিছুদিন আগে এক বাঙালী সরকারী কর্মী সুবল দে কর্মসংস্থান থেকে বাড়ী ফেরার পথে রিয়ান উগ্রবাদীদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়েছে৷ এই পরিস্থিতিতে ‘আমরা বাঙালী’ সহ কয়েকটি বাঙালী গণসংঘটন কাঞ্চনপুর পানিসাগর মোড়ে রাজপথ অবরোধের ডাক দেয়৷ অবরোধ শুরু হওয়ার আগেই পুলিশ বাঙালী জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে ও গুলি চালায়, পুলিশেরগুলিতে ১জন নিহত ও অনেকে আহত  হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কসছে৷

প্রধানমন্ত্রীর দ্বিচারিতা

এইচ.এন.মাহাত

সংবাদে প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজী বাঙলা দখলের জন্য বাংলা ভাষা শিখছেন৷ তিনি বাঙালীর মন জয় করতে বাংলা ভাষায় বক্তব্য রাখবেন৷ প্রধানমন্ত্রী ও তাঁর দলের বাংলা ভাষা ও বাঙলা প্রেমের অনেক নমুনা আমরা ইতোমধ্যেই পেয়েছি৷ এন.আর.সি, নাগরিকত্ত্ব আইন ও ধ্রুপদী ভাষার ক্ষেত্রে বাংলা প্রেমের মুখোশটা আগেই খুলে গেছে৷ এখন বোট আসতেই বাংলা প্রেমে গদগদ৷