অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেখা যাবে না ফেডেরারকে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী ৮ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন না রজার ফেডেরার৷ তাঁর ক্রীড়াজীবনের এমন ঘটনা প্রথমবার ঘটল৷ কারণ এখনও তাঁর হাঁটুর সমস্যার  পুরোপুরিভাবে ঠিক হয়নি৷ তাই আসন্ন গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম তুলে নিয়েছেন তিনি৷

ফেডেরারের প্রতিনিধি টনি জানিয়েছেন, ‘‘২০২১ এর অস্ট্রেলিয়ান ওপেন না খেলার সিদ্ধান্ত নিয়েছে রজার৷ গত দু’মাসে হাঁটু ও ফিটনেসের দিক থেকে অনেকটাই উন্নতি করেছে৷ তবে ডাক্তারদের সঙ্গে আলোচনায় তাঁরা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের নয় এরপরের টেনিসে খেলাই তার পক্ষে সবথেকে ভাল হবে৷

একেই গত বছর করোনা বাইরাসের জন্যে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন-এ পিছিয়ে গেলেও  সেখানে অংশগ্রহণ করেননি রজার৷ এই অস্ট্রেলিয়ান ওপেনই শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ফেডেরারের৷ গত বছর সেমি ফাইনালে হেরে ছিলেন জেকোভিচের কাছে৷ এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি৷

অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেগটিলেও বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ান ওপেনের আগে রজারের সেরে ওঠা সম্ভব নয়, এটা নিয়ে রজার নিজেও বড় হতাশ হয়েছেন৷ কিন্তু কোন উপায় নেই৷ হাঁটুর চোঁটের কারণেই রজার দীর্ঘদিন বাইরে ছিলেন, সম্প্রতি তিনি ট্রেনিং শুরু করেছেন, টুর্র্ণমেন্টের আগে সুস্থ হতে পারবেন না রজার৷