বাংলাকে যে ভালোবাসে না,  বাংলার  সাংসদ হওয়ার  তাঁর অধিকার আছে কি?

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রাক্তন আই.পি.এস ভারতী ঘোষ  ঘাটাল থেকে  লোকসভায়  প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন৷ তাঁর মতে পার্লামেন্ট হ’ল  ইংরেজী বলতে পারা শিক্ষিত  লোকের  জায়গা৷ সেখানে  বিদায়ী সাংসদ দেব ঘাটাল  মাষ্টার প্ল্যান নিয়ে বিতর্কে অংশগ্রহণ  করে বাংলাতে তাঁর বক্তব্য  রাখায় ভারতী ঘোষ তাঁকে বাংলায় কথা বলার জন্যে পরিহাস করেছেন৷

একজন বাঙালী প্রাক্তন আই.পি.এস  অফিসার  হয়ে--- যিনি নিজেকে  উচ্চশিক্ষিত বলে দাবী করেন---তিনি তাঁর মাতৃভাষা  বাংলাকে  এতখানি হীন ভাবলেন  কী করে? এটা তো বাংলা ভাষা -সংস্কৃতি -ঐতিহ্য সম্পর্কে অজ্ঞতার  পরিচয়! তিনি কি  বিশ্বকবি  রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, মধুসূদন, শরৎচন্দ্র সহ  বিশ্ববিখ্যাত  বাঙালী কবি সাহিত্যিকদের সম্পর্কে পুরোপুরি  অনভিজ্ঞ৷

বাংলা হিন্দীসহ ভারতে সব ভাষার  মধ্যে সেরা ভাষা৷ রাষ্ট্রসংঘেও বাংলাভাষায় বক্তৃতা দেওয়া হয়৷  অথচ তিনি বলছেন, ভারতের  সংসদে  বাংলাভাষার  বক্তব্য  রাখা অগৌরবের৷ এই তাঁর শিক্ষা৷ ধিক, ধিক!

আমরা ভারতী ঘোষের  বাংলাভাষা  সম্পর্কে এই দৃষ্টিভঙ্গীর  তীব্র নিন্দা জানাই৷ সেই সঙ্গে  প্রশংসা করি দেবের ভূমিকার৷ যিনি বাংলাভাষার মর্যাদা রেখেছেন৷ এখানে কে কোন দলের সে বিচার করছি না৷  বাঙালী হয়ে বাংলাকে ভাল না বাসাটা চরম নিন্দনীয়৷