বাঙালী বিরোধী চক্রান্তের প্রতিবাদে কলকাতার অসমভবন ও মণিপুর ভবনের সামনে আমরা বাঙালীর বিক্ষোভ প্রদর্শন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

Demonstration 1কলকাতা ঃ ৩১শে জুলাই এন.আর.সি’ চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় ৩১শে জুলাই বিকেল অসম ভবনের সামনে আমরা বাঙালীর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের কুশপুত্তলিকা দাহ করা হয়৷ এখানে এন.আর.সি’র নামে বাঙালী বিরোধী চক্রান্তের প্রতিবাদ জানিয়ে ও উত্তরপূর্বাঞ্চলের সমগ্র বাঙালী অধ্যুষিত এলাকা নিয়ে বাঙালীস্তান গড়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, জয়ন্ত দাশ, উৎপল কুন্ডু রায় চৌধুরী, বিভূতি দত্ত প্রমুখ৷

অনুরূপভাবে মণিপুর বিধানসভায় বাঙালী বিরোধী ‘মণিপুর পিপলস্ বিল-২০১৮’ পাশ করা ও মণিপুরের বাঙালী অধ্যুষিত জিরিবাম জেলায় বাঙালীদের বিক্ষোভ মিছিলের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস প্রয়োগ ও গুলি চালনার প্রতিবাদে মণিপুর ভবনের সামনে ৩১শে জুলাই বিকেল ৪টা-৩০ মিনিটে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় ও মণিপুরের রাজ্যপালের কুশপুত্তলিকা দাহ করা হয়৷ এরপর মণিপুর ভবনের আধিকারিক মারফৎ মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লার উদ্দেশ্যে এক স্মারকলিপিও পেশ করা হয়৷ এখানে আমরা বাঙালীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বকুলচন্দ্র রায়, বিভূতি দত্ত, উজ্জ্বল ঘোষ, খুশী মন্ডল, সাগরিকা পাল, স্বপন দে প্রমুখ৷ তাঁরা বলেন, মণিপুরের রাজ্য সৃষ্টি হওয়ার বহু আগে থেকেই বাঙালীরা এখানে বাস করছে৷ বাঙালীদের নিজভূমি থেকে উৎখাত করার অধিকার কারুর নেই৷ নেতারা এখানেও বলেন, এসমস্ত সমস্যার স্থায়ী সমাধান হল উত্তরপূর্ব অঞ্চলে সমস্ত বাঙালী অধ্যুষিত এলাকা নিয়ে বাঙালীদের নিজস্ব বাসভূমি---‘বাঙালীস্তান’ গড়ে তোলা৷