বাঁকুড়ায় আনন্দমার্গ দর্শন ও যোগের ব্যাপক প্রচার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৮শে জুলাই ঃ সম্প্রতি বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে আনন্দমার্গ দর্শন ও যোগ সাধনা সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই আলোচনা সভাগুলিতে মূল্যবান বক্তব্য রাখেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ ১৮ই জুলাই বাঁকুড়া শহরে নব শিক্ষা মন্দিরে (হায়ার সেকেণ্ডারী সুকল), ২রা আগষ্ট রাইপুর মহাবিদ্যালয়ে, ৩রা আগষ্ট ফুলকুসমা হায়ার সেকেণ্ডারী সুকলে আলোচনা সভাগুলি অনুষ্ঠিত হয়৷ তিনি আলোচনায় মনের একাগ্রতা, স্মৃতি ও যোগ বিষয়ে উপস্থিত ছাত্রছাত্রা ও শিক্ষকমণ্ডলীর কাছে উক্ত বিষয়ে আলোচনা করেন ও যোগ প্রশিক্ষণ দেন৷

প্রকাশ থাকে যে ২৮শে জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুরে মধুমাধবী আনন্দমার্গ আশ্রমে ব্রহ্মতত্ত্ব ও যোগবিদ্যা নিয়ে মূল্যবান দীর্ঘ আলোচনায়ও অংশগ্রহণ করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷

তাঁর আলোচনায় মুগ্দ হয়ে বাঁকুড়ার ওন্দা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সহ বহু শিক্ষিত ও  ধর্মপিপাসু মানুষ আনন্দমার্গের যোগ সাধনা শেখেন৷

উক্ত প্রচার কর্মসূচীতে বিভিন্ন ভাবে সক্রিয় অংশগ্রহণ করে আলোচনাগুলিকে সাফল্যমণ্ডিত করেন৷ বাঁকুড়া জেলার বিশিষ্ট তাত্ত্বিক শ্রী অশোক কুমার মণ্ডল৷