বিপন্ন জাতিসত্তা পুনরুদ্ধারে  মানুষের পাশে ‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে আমরা বাঙালী ১১টি লোকসভা নির্বাচন কেন্দ্রে লড়াই করছে৷ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ জানান পশ্চিমবঙ্গে আজ বাঙালী জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন৷ রাজনৈতিক দলগুলো ভোটের স্বার্থে ভিন রাজ্যের বাসিন্দাদের মদত দিয়ে চটুল রসের অসংস্কৃতির স্রোতে ভাসছে৷ ফলে কলুষিত হচ্ছে বাঙলার উন্নত ভাষা-সাহিত্য-সংস্কৃতি৷ বিপথগামী হচ্ছে বাঙলার তরুণ ছাত্র-যুব সমাজ৷ শ্রী দাশ আরও বলেন---ভারতবর্ষ কোনও একটি বিশেষ ভাষার মানুষের দেশ নয়৷ ৪৪টি জনগোষ্ঠীকে নিয়ে ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র৷ এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মজবুত করতে হলে ৪৪টি জনগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি, অর্থনীতিকে উন্নত করতে সমান গুরুত্ব দিতে হবে৷ ‘আমরা বাঙালী’র লক্ষ্য সেটাই৷ ‘আমরা বাঙালী’র আন্দোলন তথাকথিত টিপ্রা ল্যাণ্ড আর গোর্খাল্যাণ্ডের মত কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়৷ ‘আমরা বাঙালী’র এই আন্দোলন ভারতবর্ষের ৪৪টি সমাজকে নিয়ে৷ জাতীয় সংহতি সুদৃঢ় ও মজবুত করাই এই আন্দোলনের লক্ষ্য৷

ত্রিপুরা থেকে নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন পূর্ব ত্রিপুরা কেন্দ্রের ‘আমরা বাঙালী’ প্রার্থী কর্ণধন চাক্মা ধর্মনগরে একটি প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন---অন্যান্য রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে বাঙালী ও জনজাতির মধ্যে বিভেদের রাজনীতি করে চলেছে৷ ভোটের প্রাক্কালে এটি তীব্র আকার ধারণ করেছে৷ তিনি আরও বলেন, দুঃস্থ কর্ষক ও জুম চাষীদের বলির পাঁঠা করে ফায়দা লুটছে রাজনৈতিক নেতারা৷ এন.আর.সি. টিপ্রা ল্যাণ্ডের বিরুদ্ধেও তিনি বলেন---এ.ডি.সি. করেও জনজাতির কোনও লাভ হয়নি৷ মুষ্টিমেয় কিছু নেতা আবার এ.ডি.সি.-র টাকা লুটেপুটে খাচ্ছে৷ তিনি সবাইকে বলেন---আপনারা দলে দলে ‘আমরা বাঙালী’র প্রার্থীকে টর্চলাইট প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন৷