বিতর্ক সাথে নিয়ে বিদায় বিচারপতির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

যাঁকে নিয়ে সুপ্রিমকোর্টে নজিরবিহীন বিতর্ক, সেই বিচারপতি অরুণ মিশ্র ২রা সেপ্ঢেম্বর অবসর গ্রহণ করলেন অবসরের মুহূর্তে তাঁর মন্তব্য---রায়ের সমালোচনা করুন কিন্তু তাতে রং চাপানো না
অরুণ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন স্পর্শকাতর মামলায় সরকারের পক্ষে রায় দিয়েছেন এই অভিযোগে সুপ্রিম কোর্টের চার বিচারপতি প্রকাশ্যে বিদ্রোহ করেন নড়ে যায় গণতন্ত্রের প্রথম স্তম্ভ গত ছয় বছরে মিশ্রের এজলাসে যে সব বিতর্কিত মামলার শুনানি হয় তার মধ্যে সাহারা, বিড়লা ডায়েরীতে রাজনৈতিক নেতাদের ঘুষ নেওয়ার অভিযোগ, হরেন পাণ্ডে খুন, বিচারপতিদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, সিবিআই শীর্ষপদে বিবাদ---তালিকা অনেক বড়
তবে অবসর মুহূর্তে বিতর্ক শ্রী মিশ্রকে ছাড়েনি নিয়ম অনুযায়ী বিচারপতি অবসরের দিন বার অ্যাসোসিয়েশন বিদায় সংবর্ধনা দেয় কিন্তু এবার বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুশ্যন্ত দাভেকে বলতে দেওয়া হল না ভিডিও কনফারেন্সে তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছিল, দাভে বলেন সুপ্রিম কোর্ট এমন জায়গায় পৌঁচেছে যেখানে বিচারপতিরা আইনজীবীদের ভয় পাচ্ছেন দাভে  অরুণ মিশ্রের সমালোচক ছিলেন, প্রশান্ত ভূষণের বিরুদ্ধে মামলাতেও তিনি সওয়াল করেছেন, প্রশ্ণ উঠছে অবসরের সময় দাভেকে বলতে না দিয়ে অরুণ মিশ্র কি নূতন বিতর্ক সৃষ্টি করলেন!
পিএমকেয়ার্স   
ব্যতিক্রম কেন
নিজস্ব সংবাদদাতা ঃ করোনা যুদ্ধে লড়তে ঘটন করা হয় জরুরী তহবিল পিএমকেয়ার্স এই তহবিল নিয়ে বিতর্ক আছে সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা যায় পিএমকেয়ার্স তহবিলে মাত্র পাঁচ দিনে জমা পড়ে ৩০৭৬ কোটি টাকা তবে দাতাদের নাম প্রকাশ করা হয়নি প্রাক্তন অর্থমন্ত্রী পিচিদম্বরমের প্রশ্ণ---টাকা এল কোথা থেকে তিনি বলেন দান নির্দিষ্ট অঙ্কের সীমা ছাড়ালে কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা ট্রাস্টকে দাতাদের তথ্য জানাতে হয়, পিএমকেয়ার্স তার ব্যতিক্রম হবে কেন দান গ্রহিতাদের পরিচয় জানা আছে তাহলে ট্রাস্টিরা দাতাদের নাম প্রকাশ্যে ভীত কেন