বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানাল---ওসাকা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত শনিবার রাতে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে  তিন সেটের লড়াইয়ে  ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে  যুক্তরাষ্ট্র ওপেনের রানি হন  জাপানি তারকা খেলোয়াড় হিসেবে পরিচিত নেয়োমি ওসাকা ফাইনালে তিন সেটের লড়াইয়ের ফল ---১-৬,৬-৩,৬-৩ তিনি এশীয় খেলোয়াড় হিসেবে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির সৃষ্টি করেছেন

এবার আশা যাক অন্য বিষয়ের ওপর বর্তমান সমাজকে ওসাকা কিছু বার্তা দিতে চেয়েছেন সংবাদ মাধ্যমের সাহায্যে, গত ২০১৮ যুক্ত রাষ্ট ও ২০১৯ অস্ট্রেলীয়  ওপেনের পরে তৃতীয় গ্র্যাণ্ড স্ল্যামজয়ের  পাশাপাশি এবার নজর কেড়ে নিয়েছিল ওসাকার কৃষ্ণাঙ্গ হত্যা ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ফ্লাশিং মেডোজে সাতটি  ম্যাচেই তাঁকে  সাত জন কৃষ্ণাঙ্গ হত্যা ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন

যুক্তরাষ্ট্র ওপেন শুরু হওয়ার আগে থেকেই ওসাকার এই প্রতিবাদ হইচই ফেলে দিয়েছিল টেনিস দুনিয়ায় গত মাসে জ্যাকব ব্লেক নামে কৃষ্ণাঙ্গের পুলিশের গুলিতে মারা যাওয়ার পর ওয়েষ্টার্ন ও সাদার্ন ওপেনে তিনি সেমিফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন তাঁর পাশে দাঁড়িয়েছিল কিংবদন্তি বিলি জিন কিং-সহ আরও অনেকে ট্রফি জেতার পর ওসাকার  আর একটা ইচ্ছা ছিল সেটাও পূরণ হয়েছে, অনেকবারই তিনি দেখেছেন যে বিজয়ীরা ম্যাচ জিতে গেলে টেনিস কোর্টে শুয়ে পড়েন আর তিনিও সেদিন সেটাই করেছেন

ওসাকা সম্পর্কে তাঁর ঠাকুরদা সংবাদ মাধ্যমে জানিয়েছেন--- আমার নাতনী খুব সাহসী ওর জন্যে আমারগর্ব হয় জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমেও ওসাকার জয়ী হওয়া ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সকলে প্রশংসাও করেছে ওসাকার এই প্রতিবাদের জয় ও ট্রফি জয় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে আস্থা  ও ভরসা দেবে  ওসাকাকে যখন সংবাদ মাধ্যমে জিজ্ঞাসা করা হয় তার জয়ের সম্পর্কে তিনি বলেন--- আপনারা কিছু শুনতে পাচ্ছেন আমি চাই এই বিষয়ে মানুষ মুখ খোলা শুরু করুক