দেশ নায়কের ১২৫তম জন্মদিবসে -  জেলায় জেলায়  দেশপ্রেম দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মদিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ‘আমরা বাঙালী’ সংঘটন৷ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটি                  ২৩ শে জানুয়ারী দেশ প্রেম দিবস পালনের ডাক দিয়েছিল৷ সেইমত ওই দিন জেলায় জেলায় আমরা কর্মী ও সমর্থকরা বিপুল উৎসাহ  উদ্দীপনার  সঙ্গে দিনটি পালন করে ও ভারতের স্বাধীনতা সংগ্রামের আপোষহীন নেতা অপরাজেয় ঋত্বিক দেশনায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷

এইদিন দলের মূল অনুষ্ঠানটি হয় কলিকাতায়, চেতলাপার্ক থেকে সুসজ্জিত শোভাযাত্রা হাজরা হয়ে এলগিন রোডে  নেতাজী ভবনে পৌঁছায় ও সেখানে নেতাজীর প্রতিকৃতিতে  পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন নেতৃবৃন্দ৷ শোভাযাত্রার সন্মুখে ছিল বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনীর সদস্য ও সদস্যারা৷ পশ্চাতে ছিল ‘আমরা বাঙালী’ ও বাঙালী মহিলা  সমাজের কর্মীবৃন্দ বিভিন্ন দাবী সম্মিলিত প্লাকার্ড হাতে৷ মূলদাবী ছিল নেতাজীর সমস্ত গোপন ফাইল প্রকাশ করতে হবে৷ ২৩শে জানুয়ারী দেশপ্রেম দিবস ও জাতীয় ছুটির দিন ঘোষণা করতে হবে৷ পুরুলিয়া শহরেও আমরা বাঙালী দলের একটি সুসজ্জিত শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রাঁচী রোড থেকে এই শোভাযাত্রা শুরুহয়৷ শোভাযাত্রার সামনে ছিল নেতাজীর প্রতিকৃতি৷ সুসজ্জিত এই শোভাযাত্রায় বহু সাধারণ মানুষও যোগ দেন৷

টাটানগরে সাকচি সুভাষ ময়দানে বাঙালী বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় নেতাজীকে৷ উত্তর ২৪ পরগণার বারাসাতে বাঙালী ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে দেশপ্রেম দিবস পালন করা হয়৷  নেতাজীর প্রতিকৃতিতে মাল্য অর্পন করে শ্রদ্ধাজানায় নেতৃবৃন্দ, পরে সেখান থেকে চেতলাপার্কে শোভাযাত্রায় যোগ দেন৷

হুগলী জেলা কমিটির পক্ষ থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ে নেতাজী সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মদিবস শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়৷ নেতাজীর প্রতিকৃতিতে মাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা সচিব শ্রীযুক্ত জ্যোতিবিকাশ সিনহা, প্রবীন প্রাউটিষ্ট নেতা প্রভাত খাঁ, ডাঃ মৃণাল কান্তি রায় প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনা করেন অমলেশ গুঁই, রামকমল দাস ও বিশ্বজিৎ বণিক৷

উত্তরবঙ্গে শিলিগুড়ি কোচবিহারেও ‘আমরা বাঙালী’ দেশপ্রেম দিবস পালন করে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে৷ একটি সুসজ্জিত শোভাযাত্রা শিলিগুড়ি শহর পরিক্রমা করে৷ কোচবিহারেও শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দেশপ্রেম দিবস পালন করে আমরা বাঙালী৷

ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে ‘আমরা বাঙালী’ বাঙালী ছাত্রযুব সমাজ, বাঙালী মহিলা সমাজ ও বাঙালী স্বেচ্ছাসেবক বাহিনীর এক সুসজ্জিত শোভাযাত্রা আগরতলা শহর পরিক্রমা করে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও গার্ড অফ অনারের মাধ্যমে দেশনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷

শিলচর--- শিলচর থেকে আমরা বাঙালী অসম রাজ্য কমিটির প্রচার সচিব আবুল কালাম বাহার জানান-

‘আমরা বাঙালী’ দিনটি যথাযোগ্য মর্যাদায় দেশপ্রেম দিবস হিসাবে  পালন করে৷ ১২-৪১ মিঃ এ শিলচর  নেতাজী সুভাষ এভিনুস্থিত রাঙ্গির খাঁড়ি মোড়ে স্থাপিত নেতাজীর প্রতিমূর্ত্তিতে মাল্যদান করে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ মাল্যদানে যারা ছিলেন তাঁদের মধ্যে আমরা বাঙালী অসম রাজ্যসচিব সাধন পুরকায়স্থ, বাঙালী ছাত্র যুবসমাজের  পক্ষে পার্থপ্রতিম দেব, রেনেসাঁ আর্টিষ্ট এন্ড রাইটার্স এসোসিয়েশনের পক্ষে পান্না রায়,  দেবব্রত দেব রায়, তপোময় পুরকায়স্থ প্রমুখ৷

নেতাজীর রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, চিত্তরঞ্জন এভিনু-এর মোড়ে স্থাপিত দেশবন্ধুর প্রতিমূর্ত্তিতেও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ সেখানে এক সংক্ষিপ্ত অলোচনায় নেতাজীর উপর দেশবন্ধুর যে প্রভাব ও অনুপ্রেরণা ছিল, এই ব্যাপারে আলোকপাত করে বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থ৷

 এই পুণ্যদিনে  নেতাজীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনার মাধ্যমে দাবী তোলা হয়৷ (১) অবিলম্বে নেতাজী সংক্রান্ত সমস্ত গোপন ফাইল প্রকাশ করা,  (২) আজাদ হিন্দ সরকারের সমস্ত সম্পত্তির হিসাব প্রকাশ্যে নিয়ে আসা, (৩) ২৩শে জানুয়ারী দিনটি জাতীয় ছুটির দিন ঘোষণা করা (৪) দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে মান্যতা দেওয়া, (৫) মুখার্জী কমিশনের  রিপোর্টসহ নেতাজীর অন্তর্ধান রহস্য জনসমক্ষে নিয়ে আসা৷