দক্ষ প্রশাসক হবেন  প্রেসিডেণ্ট হবেন সৌরভ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্র্বচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এরপরই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, স্বার্থ সংঘাতের আইনে তিনি পরিবর্তন করবেন৷ আর এই  নিয়ম নিয়ে যথাযথ ভাবনা চিন্তা করবেন অনেক জায়গায়৷ নোতুন বোর্ড প্রেসিডেন্টের  কথায়  ইঙ্গিত ছিল, স্বার্থ সংঘাতের  এই নিয়ম নিয়ে তিনি সন্তুষ্ট নন৷ গত মঙ্গলবার জানা গেছে, সুপ্রিমকোর্টের নিযুক্ত  প্রশাসকদের  কমিটি  (সিওএ)  সুপারিশ করেছে, স্বার্থ সংঘাত নিয়মে পরিবর্তন আনার৷ সেই পরিবর্তন  যদি করা হয় তাহলে, প্রাক্তন ক্রিকেটারদের বিভিন্ন  ভূমিকায় দেখা যেতে পারে৷

নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ণ ছিল --- প্রাক্তন ক্রিকেটারদের যদি অন্যভাবে জীবিকা অর্জন করতে না দেওয়া হয়,  তা হলে তাঁরা ভারতীয় ক্রিকেট বোর্ডে আসবেন কেন?  এর দরুণ সত্তর  সিওএ যে শেষ রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তাতে পরিবর্তনের  সুপারিশ  করা হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, ‘‘মেয়াদকালে সিওএ দেখেছে,  এমন অনেক  পরিস্থিতিতে  এই স্বার্থসংঘাতের  নিয়ম প্রয়োগ করা হয়েছিল, যেখানে তার কোনোও  প্রয়োজন ছিল না৷ ’’ আগামী অক্টোবরের ২৩ তারিখের পরে  আর কোন অস্তিত্ব থাকছে না সিওএ-র৷ তাদের শেষ রিপোর্টে  সিওএ-র তরফে আরও প্রস্তাব দেওয়া হয়েছে, একজন  প্রাক্তন ক্রিকেটার  বিভিন্ন ভূমিকায় কাজ করতে পারেন, যদি তাঁর সঙ্গে  ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদি  কোনও  চুক্তি না থাকে৷ সিওএ-র তরফে বলা হয়েছে, ‘‘এই আইন যদি নমনীয় না হয়, তা হলে ভারতীয় ক্রিকেট অনেক মূল্যবান পরামর্শদাতাকে হারাতে হবে৷ তা যেন না হয় তারই ব্যবস্থা করা উচিত৷ এটা মনে করা হচ্ছে৷