দুর্গাপুরে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৮ই আগষ্ট দুর্গাপুর রবীন্দ্রভবনে শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বিভিন্ন বিভাগে তিন শতাধিকেরও বেশী প্রতিযোগী অংশগ্রহণ করেন৷

আনন্দমার্গের সর্বক্ষণের কর্মী মার্গী ভাইবোন ও বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে এক মনোরম ও নান্দনিক পরিবেশে প্রতিযোগিতা সুসম্পন্ন হয়৷ অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর করে তুলতে আনন্দমার্গের একনিষ্ঠ কর্মী শ্রীমতী পাপিয়া ধীবর নিষ্ঠার সঙ্গে সমস্ত আয়োজন করেন৷

প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ আলোচনার সভারও আয়োজন ছিল৷ আলোচনায় অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী শ্রী কানাইলাল ভৌমিক, রাজেন্দ্র প্রসাদ কুণ্ডু, অধ্যাপক মৃণাল কান্তি মণ্ডল, বৌদ্ধমন্দিরের সেক্রেটারী শ্রী অভিজিৎ বড়ুয়া ও মিলন সরকার প্রমুখ৷

শ্রী কানাইলাল ভৌমিক এই ধরণের অনুষ্ঠানের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘‘পৃথিবীর মানুষের অস্থিরতা, অশান্তির পরিপ্রেক্ষিতে আনন্দমার্গের যোগভ্যাস বিশেষভাবে গ্রহণযোগ্য৷ মনের অন্ধকার দূর করতে হলে ও সুস্থ চিন্তা-ভাবনার জন্যে সাধনা ও সাংসৃকতিক চর্চার অবশ্যই প্রয়োজন৷ সমাজের শান্তি, দেশের শান্তি ও প্রতিটি মানুষের শান্তির জন্যে এই ধরণের অনুষ্ঠান খুবই প্রয়োজন৷’’ শ্রী রাজেন্দ্রপ্রসাদ কুণ্ডু অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘‘সমাজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এই ধরণের অনুষ্ঠান যত বেশী করা যাবে ততই সমাজের মঙ্গল৷

অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সর্বত্যাগী সন্ন্যাসী আচার্য গুরুদত্তানন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দকণিকা আচার্যা, অধ্যাপক মৃণালকান্তি মণ্ডল,  প্রমুখ৷