দুর্গাপুরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭, ৮ই সেপ্ঢেম্বর দুর্গাপুর, ঝাঁঝরা কলোনীর আনন্দমার্গ স্কুলে একটি দ্বিদিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যনবীনানন্দ অবধূত ও ভুক্তিপ্রধান কাজল ঘোষ এই সেমিনারের আয়োজন করেন৷ সেমিনারে প্রশিক্ষণ দেন আচার্য প্রসুনানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত৷ প্রত্যেক বক্তাই সমাজের কুসংস্কারগুলিকে দূর করার কাজে সকলকে অগ্রণী হওয়ার জন্যে আহ্বান করেন৷ উপস্থিত সকলেই শ্রীপ্রভাতরঞ্জন সরকারের আদর্শকে বাস্তবে রূপায়িত করার কাজে প্রত্যেক আনন্দমার্গীকে সচেষ্ট হওয়া জরুরী বলে মনে করেন৷ ৮ই মার্চ মিলিত সাধনা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধাণ ও মিলিত আহারের পর সেমিনারের সমাপ্তি হয়৷

তত্ত্বসভা ঃ আনন্দমার্গ স্কুল, ঝাঁঝরাতে অনুষ্ঠিত তত্ত্বসভায় আচার্য প্রসূনানন্দ অবধূত সমাজের সার্বিক অবক্ষয় ও তা থেকে উত্তোরণের উপায়---এই বিষয়ের ওপর সুদীর্ঘ বক্তব্য রাখেন৷ ৭ই সেপ্ঢেম্বর শনিবার এই তত্ত্বসভাটিতে আনন্দমার্গ স্কুলের বহু সংখ্যক  অভিভাবক-অভিভাবিকা ও মার্গী ভাইবোন উপস্থিত ছিলেন৷

 

জলপাইগুড়ি ষ্টেশনে আমরা বাঙালীর বিক্ষোভ

রেলের বিভিন্ন কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবীতে ৩১শে আগষ্ট জলপাইগুড়ি টাউন ষ্টেশনে আমরা বাঙালী জেলা কমিটি বিক্ষোভ প্রদর্শন করে৷ জলপাইগুড়ি টাউন ষ্টেশন ম্যানেজার মারপথ একটি স্মারকলিপিও তারা রেলমন্ত্রকে পাঠায়৷ এই বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্ব দেয় আমরা বাঙালীর সংঘটন সচিব খুশীরঞ্জন মণ্ডল৷ এছাড়া কেশব সিংহ, ধীরেন্দ্রনাথ রায়, বিনয় সরকার, হরেন্দ্রনাথ রায়, বিপুল দাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷