এন.আর.সি.-র নামে ৪০ লক্ষ বাঙালীর নাগরিকত্ব কেড়ে নেবার বিরুদ্ধে  ‘সারা ভারত অসম সংহতি মঞ্চে’র প্রতিবাদ সভা ও পদযাত্রা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

NRC Objection 1গত ৩০শে জুলাই, ২০১৮ পুরুষানুক্রমে অসমে বসবাসকারী ৪০ লক্ষ বাঙালীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বে-নাগরিক করে দিচ্ছে উগ্র, অন্ধ, স্বৈরাচারী শক্তি৷ দুঃখের কথা, চক্রান্তের নানা জটিলতার ঘূর্ণাবর্তে সুপ্রিম কোর্টকেও তারা ঢাল হিসাবে ব্যবহার করে এই চরম অন্যায় করতে সাহস পাচ্ছে৷ এই অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলবার জন্যে নানা মানবাধিকার ও মাতৃভাষী সংঘটন, পত্র-পত্রিকা ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের যৌথ উদ্যোগে ‘সারা ভারত অসম সংহতি মঞ্চ’ গড়ে তোলা হয়েছে৷ এই মঞ্চের তরফ থেকে গত ৮ই জুলাই বেলা দুই ঘটিকায় কলকাতা (চাঁদনী মেট্রোর কাছে) বৌদ্ধ ধর্মাঙ্কুর হলে এক প্রতিবাদ সভা ও তৎপরে পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নীতীশ বিশ্বাস (কো-অর্ডিনেটর), অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, কবি সুবোধ সরকার, আব্দুল মান্নান, সুজন চক্রবর্ত্তী, প্রসেনজিৎ বিশ্বাস (শিলং), কালান্তর পত্রিকার সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷ সভায় আরও উপস্থিত ছিলেন---বকুল চন্দ্র রায় (কেন্দ্রীয় সচিব, আমরা বাঙালী), গুয়াহাটী হাইকোর্টের অ্যাডভোকেট ওয়ালিউল্লা লস্কর, বাংলা ভাষা আন্দোলনের নেতা ডঃ দিলীপ সিন্হা (পটনা), শিলংয়ের (নেহর) অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস, ত্রিপুরার অধ্যাপক শিশির সিংহ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাসুদেব বর্মণ, শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়, জ্যোতিভূষণ দত্ত, বিশিষ্ট আইনজীবী, বিকাশ ভট্টাচার্য, অরুণাভ ঘোষ, সমাজব্রতী ডঃ তরুণ মণ্ডল, মৃতুঞ্জয় মল্লিক, অশোক দিন্দা, কবি মন্দাক্রান্তা সেন, জিয়াদ আলি, সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, গুরু বিশ্বাস, ঋষিণ মিত্র, কপিলকৃষ্ণ ঠাকুর, সারা ভারত মতুয়া মহাসংঘের সভাপতি ডঃ নন্দদুলাল মোহান্ত, ডঃ বিরাট বৈরাগ্য, সাংবাদিক সৈয়দ হাসমত জালাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷

বৌদ্ধাঙ্কুর হলের প্রতিবাদ সভার পর শুরু হয় পদযাত্রা৷ এই পদযাত্রা চক্বাজার থানার পাশ দিয়ে ধর্মতলায় রাণী রাসমণি রোড পর্যন্ত যায়৷ এখানেও মঞ্চের পক্ষ থেকে অসমের এন.আর.সি. থেকে ৪০ লক্ষ বাঙালীকে বাদ দেওয়ার প্রতিবাদে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ এখানে এন. আর. সি-র নামে বাঙালীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বক্তব্য রাখেন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব শ্রীবকুল চন্দ্র রায়, গুয়াহাটি হাইকোর্টের এ্যাডভোকেট শেখ হাসিউল্লা, মতুয়া সম্প্রদায়ের গবেষক ড. বিরাট বৈরাগী প্রমুখ৷ এই সভায় সভাপতিত্ব করেন ঐকতান মঞ্চের সদস্য দিলীপ সিন্হা৷

 

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ও সংযোজক ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী রাজু ঘোষ৷