গলসীতে আনন্দমার্গের তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা অক্টোবর বর্ধমান গলসী ২নং ব্লকের অন্তর্গত মিটাপুর গ্রামে স্থানীয় আনন্দমার্গী শ্রীপ্রভাত চট্টোপাধ্যায়ের বাড়ীতে এক তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ গ্রামের বহু বিশিষ্ট মানুষ এই তত্ত্বসভায় উপস্থিত ছিলেন৷ 
প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও ঈশ্বর প্রণিধানের পর শুরু হয় তত্ত্বসভা৷ সভায় বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ বক্তারা আনন্দমার্গের সর্বানুসূ্যত জীবন দর্শনের আলোকে ভাগবত ধর্ম, যোগসাধনা ও সামাজিক-অর্থনৈতিক বিষয়ের ওপর জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন৷ তত্ত্বসভায় উপস্থিত অনেকেই বক্তব্য শুনে আনন্দমার্গের আদর্শের প্রতি আকৃষ্ট হন৷ বিশেষ করে আনন্দমার্গের যোগসাধনা তাদেরকে বিশেষভাবে আকর্ষণ করে৷ অনেকেই আনন্দমার্গের যোগসাধনা অনুশীলন পদ্ধতি শিখে নেন৷ সবশেষে গ্রামবাসীদের প্রীতিভোজে আপ্যায়ন করা হয়৷ অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন প্রভাত চট্টোপাধ্যায়, বর্ধমান ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যধ্যানানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ সুধীরা আচার্যা, অবধূতিকা আনন্দ প্রীতিসুধা আচার্যা, শ্রী চিত্ত বিশ্বাস, বৈদ্যনাথ ঘোষ ও সত্য আইচ প্রমুখ৷