গোলকিপার নিয়ে সমস্যায় মহামেডান স্পোর্টিং

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত বুধবার মহমেডানের কার্যনির্বাহী কমিটির সভায় বিনিয়োগকারী সংস্থার বিষয়ে যেমন ঝড় উঠেছে তেমনি গোলকিপার প্রসঙ্গেও ক্লাব কর্মকতারা বিভিন্ন প্রশ্ণের মুখে পড়েছিলেন৷ কারণ নিয়মিত গোলকিপার প্রিয়ন্ত সিংহ কোভিড আক্রান্ত হওয়ার ফলে দলের সঙ্গে বায়ো-বাবলে নেই৷ বেঙ্গালুরু ইউনাইটেড থেকে আসা কুনজাং ভুটিয়াকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে মহামেডান৷ ইস্টবেঙ্গল থেকে রফিক আলি সর্দারকে লোনে সই করানোর কথা থাকলেও শুভাশিস রায়চৌধুরীকে না পাওয়ায় তরুণ এই গোলরক্ষককে নিজের দলে ফেরাতে চাইছেন লাল-হলুদ কোচ রবি ফাওলার৷ মহামেডানের হয়ে ইতিমধ্যেই বায়ো-বাবলে থেকে কোয়ারান্টিন পর্ব কাটিয়ে ফেলেছেন রফিক৷ কিন্তু সাদা-কালো কর্মকর্র্তদের গাফিলতিতে এখনো সই হয়নি তাঁর৷

 আগামী শনিবার অর্থাৎ ৯ই জানুয়ারী সুদেভার বিরুদ্ধে আই লিগ অভিযান শুরু করবে মহমেডান৷ এরমধ্যে নতুন গোলকিপার  এসে সাত দিনের কোয়রান্টিন কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেও দু-তিনটি ম্যাচ চলে যেতে পারে৷ সুদেভার পর মহামেডানের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী চার্চিল ব্রাদার্স৷ এই দুই ম্যাচের আগে গোলরক্ষক সমস্যা মেটার কোন সম্ভাবনাই নেই৷ তাই হাতে বেশী সময়ও নেই মহামেডানের৷ আই লিগের মতো একটা বড় টুর্ণামেন্টে একজন মাত্র  গোলকিপার নিয়ে শুরু করা বেশ কঠিন ব্যাপার৷ এখন দলে যে গোলকিপার আছে তার নাম শুভম রায়, শুভমের অভিজ্ঞতাও খুব বেশি নয়৷