হাজরা পার্কে আমরা বাঙালীর বিক্ষোভ সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৩ই আগষ্ট  ঃ বেঙ্গল কেমিক্যাল বিলগ্ণীকরণের প্রতিবাদে ১৩ই আগষ্ট অপরাহ্ণে ‘আমরা বাঙালী’ কলকাতা জেলা কমিটি একটি বিক্ষোভ সভার আয়োজন করে৷ ‘আমরা বাঙালী’র বক্তব্য বেঙ্গল কেমিক্যাল বর্তমানে একটি লাভজনক সংস্থা৷ শুধু তাই নয়, বাঙলার এই ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানটির সঙ্গে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে৷ শ্রীরায় বাঙালীকে শিল্প, ব্যবসায় উৎসাহিত করতে এই শিল্প কারখানাটি প্রতিষ্ঠা করেছিলেন৷ বর্তমান কেন্দ্রীয় সরকার গোটা দেশটাকেই পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছেন বলে অভিযোগ করেন আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ৷ বেঙ্গল কেমিক্যাল বেসরকারীর হাতে তুলে দিলে ‘আমরা বাঙালী’ তীব্র আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারী দেন বাঙালী ছাত্র যুব সমাজের নেতা শ্রী তপোময় বিশ্বাস৷ এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সচিব সুনীল চক্রবর্তী, হুগলী জেলা সচিব জ্যোতিবিকাশ সিন্হা, শৈলেন মোদক, সৈকত ঘোষ ও অরূপ মজুমদার৷