হুগলীতে  বর্ষবরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশ পার করে বিশ একুশের প্রথম সকালে পবিত্র চিত্তে দিনটি উদ্‌যাপন করলো হুগলী জেলার শ্রীরামপুর আনন্দমার্গ সুকল ও চাতরা আনন্দমার্গ ইয়ূনিট৷ ওই দিন সকাল থেকেই বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে সুকল প্রাঙ্গণে সমবেত হন স্থানীয় মার্গীভাইবোনেরা,সুকলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রাবৃন্দ৷ অনুষ্ঠানের সূচনায় মার্গগুরুদেব রচিত বর্ষবরণের প্রভাত সঙ্গীত পরিবেশন করেন সমবেতভাবে উপস্থিত মার্গী ভাইবোনেরা৷ এরপর ‘‘াা নাম কেবলম্‌’’ মহানামমন্ত্র কীর্ত্তন ও মিলিত সাধনার পর স্বাধ্যায় (মার্গগুরুদেবের রচনা থেকে পাঠ) করা হয়৷ পরিশেষে বিশিষ্ট প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ মার্গ দর্শনের মূল লক্ষ্য জগতের কল্যাণ ও দিব্যস্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন৷