কোহালি ব্যাটিংয়ে কেন ব্যর্থ হচ্ছে--- কারণ জানালেন ভি.ভি.এস. লক্ষ্মণ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

নিউজিল্যাণ্ডের পুরো সিরিজে ব্যাট করতে প্রায়শই ব্যর্থ হয়েছিলেন বিরাট৷ চারটি টি টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটো টেস্ট ম্যাচের মোট ১১টি ইনিংস থেকে কোহালির সংগ্রহ মাত্র ২১৮ রান৷ গড় ২০ও কম৷ ট্রেন্ট বোল্ট-কাইল জেমিসনদের বিরুদ্ধে কোথায় সমস্যা হল ভারত অধিনায়কের৷ ভারত অধিনায়কের  ব্যর্থতা দেখে গোটা ভারত৷ কিন্তু কেন এমন হচ্ছে, কেনই বা হচ্ছে তা স্পষ্ট করে  লক্ষ্মণ জানালেন --- তিনি বললেন, ২০১৪ সালেপ ইংল্যাণ্ড সফরে কোহালি পাঁচটি টেস্ট ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি থেকে২৫৮ রান করেছিলেন৷ সে বার জেমস্ অ্যান্ডরসনকে সামলাত হিমসিম খেতে হয়েছিল কোহালিকে৷ এ বার কোহালির ব্যাটিং ব্যর্থতার কারণ বললেন --- বিরাট কোহালির সমস্যা এলবিডব্লিউ নয়৷ যে ভাবে ওর ব্যাট  নেমে আসছে , সেখানেই  কোহালির  সমস্যা ইংল্যান্ডেও বল নড়ছিল৷ জেমস্ অ্যান্ডারসনের বিরুদ্ধে প্রায় একইভাবে আউট হয়েছিল সে বার৷ এবারের  সিরিজে দেখা গেল বল ও ব্যাটের মধ্যে দূরত্ব থেকে গিয়েছে৷ সেই দূরত্বটা কমিয়ে আনতে পারেনি৷ ফলে বল নড়তে শুরু করলেই আউট হয়ে গিয়েছে৷