ক্রিকেট জগতে স্বনামধন্য রিচার্ডসের প্রতি  কৃতজ্ঞতা জানান ব্রায়ান লারা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

অণুপ্রাণিত করেছিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডস আর সেই কারণেই তিনি ব্রায়ান লারা হতে পেরেছিলেন৷ জানিয়ে দিলেন বিশ্ব ক্রিকেট জগতের এক স্বনামধন্য প্রাক্তন প্রতিভা ব্রায়ান লারা৷  অ্যান্টিগোতে ভিভ রিচার্ডসের মূর্ত্তির সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলতে গিয়ে সংবাদ মাধ্যমকে লারা জানান ‘‘ওনাকে  বাস্তবে এর থেকে আর সুন্দর দেখতে ছিল, এই মানুষটির অনুপ্রেরণাতেই আজ আমি ক্রিকেট জগতের এক স্বনামধন্য নাম হতে পেরেছি৷ বছর ৬৭ বয়সের এই রিচার্ডসকে বিশ্বের অন্যতম  সেরা ব্যাটসম্যান বলে অনেকেই জানেন৷  আশির দশকে তিনিই ছিলেন অপ্রতিরোধ্য ও দাপুটে সদস্য৷ ১২১ টি টেস্টে ৮৫৪০ রান করেছিলেন রিচার্ডস৷ একদিনের ক্রিকেটে ৪৭ গড়ে করেছিলেন ৬৭২১ রান৷ অন্যদিকে, ৫০ বছর বয়সি লারার কেরিয়ার রেকর্ডও রীতিমতো আকর্ষণীয় এরজন্যে লারা রিচার্ডসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন৷ লারার ক্রিকেট জীবনে তিনি যা যা রেকর্ড করেছেন তার সমস্ত শ্রেয় তিনি রিচার্ডকেই দিতে চান৷ তার আগে জানা যাক, ৫০ বছর বয়সি লারার ক্রিকেট রেকর্ড সম্পর্কে--- আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩টি সেঞ্চুরি রয়েছে৷ রান করেছেন ২২,৩৫৮৷  এর মধ্যে ১৩১টি টেস্টে করেছিলেন ১১,৯৫৩ রান৷ আর ৫০ ওভারের ফরম্যাটে করেছিলেন  ১০,৪০৫ রান৷ টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডও  লারার দখলে৷ ২০০৪ সালে ইংল্যাণ্ডের বিরুদ্ধে  ৪০০ রান করেছিলেন তিনি৷ ১৯৯৪ সালে এজবাস্টনে ডারহ্যামের বিরুদ্ধে ওয়ারইউশায়ারের হয়ে ৫০১ রানে অপরাজিত ছিলেন তিনি৷২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান করেনিয়েছিলেন তিনি৷ এছাড়া টেস্টেও  এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড লারার দখলেই ছিল৷ এই সবকিছু সম্ভব হয়েছে রিচার্ডসনের উৎসাহে তা আজ তিনি সকলের সামনে স্বীকার করলেন, তিনি এও বলেছেন --- ‘‘আজ ব্রায়ান লারা, ব্রায়ান লারা হতে পেরেছে রিচার্ডসনের উৎসাহের জন্যে৷