কর্ষক আন্দোলনের মঞ্চে ‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা মার্চ দিল্লীর গাজীপুর সীমান্তে কর্ষক আন্দোলনের মঞ্চে উপস্থিত হলেন ‘আমরা বাঙালী’ নেতৃবৃন্দ৷ ছিলেন কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ, শুভেন্দু ঘোষ ও সুপ্রিম কোর্টের আইনজীবী আলি রেজা ওসমানী৷ কর্ষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় বলেন কর্ষক বিরোধী কালাকানুনের  বিরুদ্ধে  আন্দোলনে ‘আমরা বাঙালী’র পূর্ণ সমর্থন আছে৷

শ্রী রায় বলেন--- যতক্ষণ কালাকানুন থাকবে ততক্ষণ এই আন্দোলন চলবে৷ কর্ষক বাঁচলে দেশ বাঁচবে৷ আর দেশকে বাঁচাতে হলে সরকারকে স্বৈরাচারী মনোভাব ত্যাগ করে কর্ষকদের কাছে মাথা নত করতে হবে৷

অসম রাজ্যসচিব শ্রী সাধন পুরকায়স্ত বলেন---দেশের এই স্বৈরাচারী সরকার গণতন্ত্রে আস্থা রাখতে শেখেনি৷ এই সরকার ব্রিটিশ শাসকের চেয়েও অত্যাচারী, হৃদয়হীন৷ কর্ষক স্বার্থবিরোধী কালা কর্ষক আইনের সাথে এই সরকারকেও চিরতরে বিদায় দিতে হবে৷ শ্রী শুভেন্দু ঘোষ বলেন---জয় কর্ষকদেরই হবে, তবে সতর্ক থাকতে হবে কোন বিশ্বাসঘাতক যেন এই আন্দোলনকে  ভাঙতে না পারে৷