ক্ষুদিরামের আত্মদান   দিবসে শ্রদ্ধাঞ্জলি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়


মাতৃভূমির পরধীনতার শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধের বেদিমূলে মাত্র ১৮ বছর বয়সে আত্মদান করেছিলেন ক্ষুদিরাম ১৯০৮ সালের এই দিনে বন্দেমাতরম্ মন্ত্র উচ্চারণ করতে করতে ফাঁসির দড়ি গলায় পরে তাঁর অমূল্য মানব জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্যে 
এইদিনটিকে স্মরণ করে আমরা বাঙালী কর্মীসমর্থকরা জেলায় জেলায় আত্মবলিদান দিবস পালন করে
 শিলচর ঃ গত ১১ই আগষ্ট শিলচরে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এদিন দ্বিপ্রহরে  শিলচর শহরে ডাক বাংলো রোডে অবস্থিত ক্ষুদিরাম বসুর প্রতিকৃতির সামনে সমবেত হন বাঙালী ছাত্রযুবসমাজের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন আমরা বাঙালীর অসম রাজ্যসচিব সাধন পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সদস্যা শ্রীমতি অনিতা চন্দ, ছাত্রযুবসমাজের আহ্বায়ক পার্থপ্রতিম দেব প্রমুখ প্রথমে নেতৃবৃন্দ ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করেন এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধন পুরকায়স্থ, পার্থপ্রতিম দেব ও অনিতা চন্দ করোনা সংক্রান্ত পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে বিশাল সমাবেশের আয়োজন করা হয়নি বলে জানান আহ্বায়ক শ্রী পার্থপ্রতিমদেব 
শ্যামবাজার ঃ শ্যামবাজার আমরা বাঙালী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ক্ষুদিরামের আত্মদান দিবস পালন করা হয় এখানে ক্ষুদিরামে প্রতিকৃতিতে মাল্যদানের পর ক্ষুদিরামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন শ্রী সুদীপ কুমার দাস 
পুরুলিয়া ঃ পুরুলিয়া জেলার দুলমি, নডিহা, পুন্দাগ, কালিমাটি প্রভৃতি শহরে আমরা বাঙালীর পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরাম বসুর আত্মদান দিবস পালন করা হয় 
উত্তর ২৪ পরগণা ঃ  বাঙালী ছাত্র যুবসমাজ ও আমরা বাঙালী  জেলা কমিটির পক্ষ থেকে বারাসাত ও সোদপুরে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরামের আত্মদান দিবস পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশ, অরূপ মজুমদার তপোময় বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ
উত্তরবঙ্গ ঃ উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার প্রভৃতি শহরে আমরা বাঙালীর পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরাম বসুর ১১২ তম আত্মবলিদান দিবস পালিত হয় এইসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংঘটন সচিব খুশিরঞ্জন মণ্ডল, বাসুদেব সাহা,নীরঞ্জন অধিকারী, সন্তোষমোদক প্রমুখ নেতৃবৃন্দ 
হুগলী, শ্রীরামপুর ঃ ১১ই আগষ্ট সকাল ৯ঘটিকায় আমরা বাঙালী হুগলী জেলার পক্ষ থেকে শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্হা, জেলার আন্দোলন সচিব শ্রী অমলেশ গুই ও প্রবীণ আমরা বাঙালী নেতা শ্রী প্রভাত খাঁ মহোদয়গণ মহামারী করোনার প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা বাঙালী সংঘটনের এই উদ্যোগকে স্থানীয়  জনগণ স্বাগত ও সাধুবাদ জানান 
হাওড়া ঃ হাওড়া জেলা আমরা বাঙালীর পক্ষ থেকে ওই দিন রাণীহাটি ও আন্দুলে ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্পণ করে আত্মবলিদান দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন জেলা সচিব রামপদ মান্না, কৌস্তব সাহা অর্নব কুণ্ডু প্রমুখ নেতৃবৃন্দ 
ত্রিপুরা ঃ  আগরতলা সহ ত্রিপুরা বিভিন্ন শহরে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন করা হয় আমরা বাঙালী রাজ্য সচিব গৌরাঙ্গরুদ্র পাল বলেন--- আজ হিন্দি সাম্রাজ্যবাদের আগ্রাসন