লিয়োনেল মেসির মতোই দেশের জার্সিতে খেলতে নেমে চোটে মাঠ ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

২০২০ ইউরো কাপ যোগ্যতা অর্জন ম্যাচে পর্তুগাল  আটকে গেল সার্বিয়ার  কাছে৷ ম্যাচের ৩০মিনিটে  চোট পেয়ে মাঠ ছাড়েন জুভেন্তাস তারকা৷  হ্যামস্ট্রিংয়ে চোট কতটা গুরুতর, তা আগামী  ৪৮ ঘন্টার  মধ্যে বুঝতে পারব৷ তবে ফুটবলে এমন ঘটনা তো হতেই পারে৷ তবে তিনি বলেছেন,‘‘ বৃষ্টির  কারণে মাঠ পিচ্ছিল ছিল৷ বেকায়দায় পড়ে হ্যামস্ট্রিংয়ে  চোট লেগেছে৷ তবে মনে হচ্ছে আগামী দু’সপ্তাহের মধ্যে  আবার  মাঠে  ফিরতে পারব৷

রোনাল্ডো  চোট  নিয়ে  খুব উদ্বিগ্ণ  না হলে তাঁর দেশ পর্তুগাল  স্বস্তিতে  থাকতে পারছে না৷  গত শুক্রবার  ইউক্রেনের  বিরুদ্ধে  ম্যাচ ড্র করার পরে সোমবারও জিততে  পারেনি  ফার্র্নন্দো  স্যান্টোসের  দল৷ ‘বি’ গ্রুপে দু’ম্যাচে  দু’পয়েন্ট  নিয়ে তিন নম্বরে  রয়েছে পর্তুগাল৷ দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে  শীর্ষে রয়েছে ইউক্রেন৷  গত সোমবারের ম্যাচে  সাত মিনিটেই  পেনাল্টি  থেকে তাদিচের  গোলে এগিয়ে  যায়  সার্বিয়া৷

৪২ মিনিটে  দানিলোর  গোলে  সমতা  ফেরায় পর্তুগাল৷ কিন্তু  দু’ম্যাচেই  দলের এই হতশ্রী ফলে সন্তুষ্ট  হতে পারেন নি রোনাল্ডোর গুরু৷ তিনি বলেছেন, ‘এই ফল কোনও অবস্থাতেই  কাঙ্ক্ষিত  ছিল না৷ তাছাড়া  রেফারিংর সঙ্গেও বাদানুবাদ হয়েছে স্যান্টোসের৷

ন’মাস পরে আবার দেশের খেলতে দেখা যাবে যাবে রোনাল্ডোকে৷