মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ১০০ তম শুভ জন্মতিথি উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী কাল ৭ই মে, আনন্দপূর্ণিমা (বৈশাখীপূর্ণিমা) তিথিতে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীআনন্দমূর্তিজীর শুভ শততম আবির্ভাব দিবস পালিত হবে। এবার কভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে লকডাউনের জন্যে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে এই দিনটিকে পালন করবেন মার্গের কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে :

স্থানীয় জাগৃতিতে জড়ো হয়ে গুরুদেবের জন্মোৎসব পালন করুন। অবশ্য পালনীয় নির্দেশিকা--   (১) কোথাও বড় জমায়েত করবেন না।(২) স্থানীয় ইউনিটের মার্গী ভাইবোনদের নিয়ে স্থানীয়ভাবেই জন্মোৎসব পালন করুন। (৩) কীর্তন ও মিলিত সাধনার সময় দুরত্ব বজায় রাখুন। (৪) বর্তমান পরিস্থিতির জন্যে যারা জাগৃতি বা অন্য কোন জায়গায় সকলের সঙ্গে যোগ দিতে পারছেন না, তারা নিজগৃহে পরিবারের সদস্যদের নিয়ে জন্মোৎসব পালন করুন। (৫) জন্মোৎসব পালনের   *পরমারাধ্য বাবার জন্মলগ্ন আগামীকাল অর্থাৎ ৭ই মে সকাল ৬টা ৭ মিনিটে। (১) আপনারা অবশ্যই চেষ্টা করুন পাঞ্চজন্য থেকে শুরু করে, কীর্তন ৬টা ৭মিনিট পর্যন্ত করে ৬টা ৭মিনিটে জয়ধ্বনি, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে জন্মলগ্ন ঘোষণা করুন ও জয়ধ্বনি শেষ হতেই  জন্মদিনের প্রভাত সঙ্গীত ও তৎসঙ্গে অন্যান্য প্রভাত সঙ্গীত করে কিছুক্ষণ কীর্তন ও মিলিত সাধনা করুন। সাধনার পর বাবার বাণী পাঠ করুন। তারপর বাণীর সারমর্ম ব্যাখ্যা করুন ও প্রসাদ বিতরণ ও গ্রহণ করুন।