মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১১ই আগষ্ট ঃ উত্তর ২৪ পরগণা জেলার বাঁকড়া এয়ারপোর্ট নিবাসী শ্রীতাপস সেনের নবনির্মিত ভবনের গৃহপ্রবেশ অনুষ্ঠান আয়োজিত হয় ‘আনন্দমার্গের চর্যাচর্য’ বিধিমতে৷ ওই দিন প্রাতে সকলে  নবনির্মিত ভবনের মূল প্রবেশদ্বারে এসে জমায়েত হন৷ এরপর বৈদিক মন্ত্র উচ্চারণ করে গৃহে প্রবেশ করেন প্রথমে পরিবারের মহিলা সদস্যরা ও পরে শ্রী তাপস সেন সহ আমন্ত্রিত অতিথি-অভ্যাগত আত্মীয-স্বজন প্রমুখ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য নারায়ণানন্দ অবধূত৷

গৃহপ্রবেশ উপলক্ষ্যে ওই সকল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷  কীর্ত্তন পরিচালনা করেন বর্ষীয়ান সন্ন্যাসী দাদা আচার্য গুরুদত্তানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ নীতিসুধা আচার্যা, শ্রীহরলাল হাজারী ও স্বপন মণ্ডল প্রমুখ৷ কীর্ত্তন ও সাধনা শেষে আনন্দমার্গের সমাজশাস্ত্র ও দর্শনের ওপর বক্তব্য রাখেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস৷

বাঁকুড়া ঃ ১১ই অক্টোবর বাঁকুড়া জেলার পোয়া বাগানের বিশিষ্ট মার্গী মহাদেব মণ্ডলের পুত্রের নতুন ভবনের গৃহপ্রবেশ অনুষ্ঠান হয় মার্গীয় বিধিমতে৷ অনুষ্ঠানে  তিন ঘণ্টা অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ অনুষ্ঠান শেষে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷