মেট্রোর ভাড়া বৃদ্ধি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ৫ই ডিসেম্বর থেকে কলকাতা মেট্রো ট্রেনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে৷ সর্বোচ্চ ও নূ্যনতম ভাড়া আগের মতই ২৫ টাকা ও ৫ টাকা থাকছে৷ তবে আগের মত ৫ টাকায় ৫ কি.মি.-র পরিবর্তে মাত্র ২ কি.মি. যাওয়া যাবে৷ দুই থেকে পাঁচ কিমি.-র মধ্যে যারা যাবে তাদের ৫ টাকার পরবির্তে এখন থেকে ১০ টাকা দিতে হবে৷ আবার আগে যেখানে ১০ থেকে ২০ কি.মি.-র মধ্যে ১৫ টাকা দিতে হ’ত এখন থেকে ২০ টাকা দিতে হবে৷ ২০ কি.মি.-র ঊধের্ব ভাড়া হবে ২৫ টাকা৷ মেট্রো কতৃপক্ষ এমনভাবে ভাড়া বাড়ালেন যে খুব কম সংখ্যক যাত্রীই ৫ টাকায় মেট্রোয় যাত্রা করবেন কারণ দুই কি.মি.-র মধ্যে যাতায়াত করেন খুবই কম সংখ্যক মেট্রোযাত্রী৷ তাই বহু যাত্রীরাই মনে করছেন যে ভাড়া বৃদ্ধির ফলে তাদের প্রায় দ্বিগুন ভাড়া দিয়ে মেট্রোয় পা রাখতে হবে৷