মোবাইলের ক্ষতিকর প্রভাব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিজ্ঞানের যুগে এখন মোবাইল ফোন মানুষের হাতে হাতে৷ গতির যুগে এই ফোন একরকম অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে৷ কিন্তু এই মোবাইল মানব সমাজ তথা এই পৃথিবীকে যে একদিন ধবংসের মুখে ঠেলে দিতে পারে তা নিয়ে বিজ্ঞানী মহলে যথেষ্ট আলোচনা চলছে৷ জানা গেছে, মোবাইলের যে ইলেকট্রোম্যাগনেটিভ ফিল্ড রয়েছে তা মানুষের কান, চোখ, চামড়া এমনকি হার্টের যথেষ্ট ক্ষতি করে৷

সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্য থেকে জানা যাচ্ছে যে পাখী ও মৌমাছিদের শরীরের ওপর এই রেডিয়েশনের মারাত্মক প্রভাব কী ভয়ঙ্কর!

সম্প্রতি নেদারল্যাণ্ডে বহু পাখীর মৃতদেহ পাওয়ার পর বিজ্ঞানীরা এই পাখীগুলির মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন৷ জানা গেছে নেদারল্যাণ্ডে ৫ জি মোবাইল নেট ওয়ার্কের পরীক্ষায় ব্যবহৃত  ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাইক্রোওয়েভ রেডিয়েশন ওই পাখীদের হার্ট এ্যাটাকের প্রধান কারণ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন এই নেটওয়ার্ক ব্যবহারের ফলে ২৯৭টি পাখীর একই সঙ্গে হার্ট এ্যাটাক হয় ও তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ মোবাইল নেটওয়ার্কের ভয়ঙ্কর রেডিয়েশনের ফলে পাখী ও মউমাছি ভয়ঙ্করভাবে কমে আসছে৷ পবযিায়ী পাখীরা সাবলীলভাবে চলাচল করতে পারছে না বলেই দেশে দেশে পরিযায়ী পাখীদের দেখা যাচ্ছে না৷ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এই রেডিয়েশনের প্রভাব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে৷