মুর্শিদাবাদে মার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত সতেরই জানুয়ারী মুর্শিদাবাদের বহরমপুরে আনন্দমার্গীয় বিধিতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ বহরমপুরের সুতীর মাঠে অনুষ্ঠিত এই বিবাহনুষ্ঠানে পাত্র ছিলেন কান্দী নিবাসী শ্রী অজিত কুমার ঘোষের পুত্র শ্রীমান অংশুমান ঘোষ ও পাত্রী বহরমপুর নিবাসী প্রয়াত জগন্নাথ ঘোষ ও শ্রীমতী অর্চনা ঘোষের কন্যা রিনি ঘোষ৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য প্রসূনানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ তপারতি আচার্যা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত, আচার্য বিশ্বোত্তরানন্দ অবধূত ও প্রায় ৫০ জন আনন্দমার্গী৷ এছাড়াও পাত্র ও পাত্রীপক্ষের আত্মীয় স্বজন-বন্ধু-বান্ধব প্রায় ৬০০/৭০০ জন উপস্থিত ছিলেন৷ বিবাহের পর আনন্দমার্গের এই বৈপ্লবিক বিবাহপ্রথার বৈশিষ্ট্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷