নেশা ছাড়ুন, নেশা ছাড়ান, নেশামুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুন

লেখক
আচার্য শান্তশিবানন্দ অবধূত

আজকের আধুনিক সভ্য সমাজে সবচেয়ে বড় অভিশাপ হ’ল মাদকের নেশা৷ মাদক বলতে শুধু মদই নয় মদ, গাঁজা, আফিম, সিদ্ধি, ভাঙ্, ড্রাগ, হেরোইন, তামাক, গুটকা ইত্যাদি সব ধরণের উগ্র নেশাদ্রব্যকেই এককথায় মাদক বলা হয়৷ এ কথা হয়তো অনেকেই জানে না যে, যে কোন মাদকের নেশাই শরীর ও মনের পক্ষে কতটা ক্ষতিকর–

          ১৷     মাদকের নেশায় শরীর–স্বাস্থ্য নষ্ট হয়

          ১৷     লিভার, কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়

          ২৷     ক্যানসারের মত প্রাণঘাতী রোগের আক্রমণ ঘটে

          ৩৷     মস্তিষ্ক্ ও স্নায়ু দুর্বল হয়ে যায়

          ৪৷     বুদ্ধিভ্রষ্ট হয়, স্মৃতিশক্তি লোপ পায়

          ৪৷     আচরণ ও মেজাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়

          ৫৷     অর্থের অপচয় হয়, পারিবারিক উন্নতি ও শান্তি ব্যাহত হয়

          ৬৷     মানসিক শান্তি বিঘ্ণিত হয় অস্থিরতা, দুশ্চিন্তা ও মানসিক চাপ বৃদ্ধি পায়

          ৭৷     লেখাপড়া, চাকুরী, ব্যবসায় ও অন্যান্য পেশাদারী কাজের ক্ষতি হয়

          ৮৷     সমাজে নিজের ভাবমূর্ত্তি ও মানমর্যাদা নষ্ট হয়

          ৯৷     বন্ধুর সংখ্যা কমে গিয়ে শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়

          ১০৷    জীবনী শক্তি কমে যায়, নানা রোগ–ব্যাধির আক্রমণ ঘটে

          ১১৷    উৎসাহ উদ্দীপনা হারিয়ে যায়

          ১২৷    অকাল মৃত্যুর সম্ভাবনা দেখা যায়

          ১৩৷    জীবন ব্যর্থ হয়৷

মাদকের নেশা শুধু যে মাদক ব্যবহারকারীরই ক্ষতি করে তাই নয়––নেশাকারীর পরিবারবর্গ ও নিকট আত্মীয়দেরকেও এর জন্যে অনেক লাঞ্ছনা–গঞ্জনা সহ্য করতে হয়৷

  • সমাজে যে এত খুন–খারাপি, সংঘর্ষ ইত্যাদি হয়ে চলেছে এসবের পেছনেও অনেক সময় উত্তেজক মাদকই উৎসেচক হিসাবে কাজ করে থাকে৷
  • নেশাখোরদের লোভ লালসার শিকার হয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন যায়গায় মা–বোনেরা নানাভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়ে থাকে৷
  • লক্ষ লক্ষ ছেলে–মেয়েদের মেধা সম্পদ বিকশিত হওয়ার আগেই নেশার কারণে বিনষ্ট হয়ে যাচ্ছে৷ তাতে সমাজ ও সভ্যতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ব্যহত হচ্ছে সমাজের সার্বিক উন্নয়ন৷
  • তাছাড়া মহাক্ষতিকারক বিভিন্ন মাদক দ্রব্যাদির উৎপাদন বিপণন বিজ্ঞাপন ইত্যাদি কাজে হাজার হাজার কোটি টাকার পুঁজির অপচয় হচ্ছে, অনেক শ্রমশক্তি নষ্ট হচ্ছে, জমি নষ্ট হচ্ছে যা সমাজের প্রকৃত উন্নয়নের কাজে লাগতে পারত৷
  • স্কুল–কলেজে মাদক ব্যবহারের ফলে একদিকে যেমন শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে সংক্রামক রোগের মতই নূতনদের মধ্যেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে৷

অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজকের সভ্যসমাজে এই ক্ষতিকারক মাদকের ব্যবহার লাগামহীন ভাবে বেড়েই চলেছে৷ শহর–বন্দর–গ্রাম সর্বত্রই রমরমিয়ে চলছে মাদকের কারবার৷ নেশার কারবারীরা অবাধে তাদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে৷ স্কুল–কলেজের সরলমতি কিশোর–কিশোরীরাও বিষাক্ত এই নেশার ছোবল থেকে রেহাই পায়নি৷ নেশার কবলে পড়ে যুব সমাজ আজ পঙ্গু হতে চলেছে৷ সংক্রামক রোগের মতই এই মারণব্যাধি মাদকের নেশা আজ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে৷ নেশার কারণে আজকের হাইটেক সভ্যতার সুন্দর আকাশ ধ্বংসের কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ছে৷

নেশার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে ছড়িয়ে পড়ছে অশ্লীল চলচ্চিত্র–নীল ছবি, নিম্নরুচির সঙ্গীত–সাহিত্য– পর্ণোগ্রাফি৷ সব মিলিয়ে সমাজে এক চরম অবক্ষয়ের পরিবেশ বিরাজ করছে৷ অবিলম্বে এর প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা করা না হলে ধ্বংস অনিবার্য৷ যে কোন মূল্যে এই সমস্যার সমাধান করতেই হবে৷

এটি একটি ধ্বংসাত্মক সামাজিক সমস্যা৷ তাই সবাইকে মিলিতভাবেই এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে৷ সমাজের প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন শান্তিকামী মানুষের কাছে আমাদের আহ্বান–আসুন সমাজের প্রত্যেক মানুষকে নেশার কুফল সম্পর্কে সচেতন করে তুলি৷ প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, ছাত্র–যুব সমিতি, বুদ্ধিজীবী সমিতি সবাইকে নিয়ে একটি নেশা নির্মূল অভিযান শুরু করি৷ নেশামুক্ত সুন্দর ও শান্তিপূর্ণ একটি সমাজ গড়ে তোলার প্রয়াসে ব্রতী হই৷

পরিশেষে বলি, আজকাল নেশা ছাড়াবার অনেক রকম চিকিৎসা যেমন রয়েছে তেমনি বিজ্ঞানভিত্তিক যোগসাধনা পদ্ধতিও নেশা ছাড়াবার সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য একটি উপায়৷