নিরপরাধ কুলভূষণের মৃত্যুদণ্ডাজ্ঞা পাকিস্তান সরকারের এক জঘন্য ষড়যন্ত্র

লেখক
প্রভাত খাঁ

অত্যন্ত দুর্ভাগ্যজনক এক ষড়যন্ত্রে পাকিস্তানী সামরিক বিভাগ ভারতের প্রাক্তন নৌ-সেনা অফিসারকে মিথ্যা অভিযোগে সামরিক আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে৷ খোদ পাকিস্তানের এক রাজনৈতিক নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টো এই মৃতুদণ্ডের তীব্র নিন্দা করেছেন৷ সমস্ত পাকিস্তানের মিডিয়া পাকিস্তানী সরকারকে সাবধান করেছেন৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডন পত্রিকা---প্রথম পৃষ্ঠায় সংবাদ প্রকাশ করে তারা নিজেদের মতামত ও পাকিস্তানের বিশেষজ্ঞদের মতামত প্রকাশ করেছেন৷ তাঁদের মতে ভারত খুব সহজে এই সিদ্ধান্ত মেনে নেবে না৷ পাকিস্তানের প্রাক্তন লেফটেন্যাণ্ট জেনারেল তালাত মাসুদ বলেন, ‘খুব একটা ভাল কাজ করেনি পাকস্তান৷’ তাঁর মতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান আন্তর্জাতিক মহলের সাহায্য চায় ৷ তা না পাওয়ার ফলে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান এই পথে হেঁটেছে৷ ‘দ্য নেশন’ পত্রিকায় পাকিস্তানের প্রাক্তন প্রতিরক্ষা ও রাজনৈতিক বিশেষজ্ঞ ডাঃ হাসান আসকারী বলেন, ‘কাজটা একেবারেই ভাল হবে না৷’ তাঁর মতে, সেনা আদালত বাড়াবাড়ি করে ফেলেছে৷’ তিনি বলেন, ‘পাকিস্তান কি করে সেটাই দেখার৷’ এদিকে গত ১১ই এপ্রিল কুলভূষণকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ডাজ্ঞা দেওয়াতে সারা ভারতের সব রাজনৈতিক দল এককাট্টা হয়ে প্রতিবাদ জানিয়েছে৷ চরম বার্তা দিয়েছে ভারত সরকার৷ বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ বলেন, ‘ফাঁসি দেওয়ার ফল কী হবে ভেবে দেখুক পাকিস্তান’৷ এই বিষয়ে শ্রীমতী স্বরাজ লোকসভা ও রাজ্যসভায় বিবৃতিও দিয়েছেন৷ রাজনৈতিক মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দল এই বিষয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে৷ 
পাকিস্তানের সরকারকে স্মরণে রাখতে হবে যে, ভারতের ১২৫ কোটি মানুষ অদ্যাবধি পাকিস্তানের আচরণে ক্ষুব্ধ৷ ভারতের পশ্চিম সীমান্তে জন্মের প্রথম লগ্ণ থেকেই পাকিস্তান জম্মু ও কশ্মীরে ষড়যন্ত্রের বীজ ছড়িয়ে আসছে৷ ভারতের এই অবিচ্ছেদ্য এলাকায় পাকিস্তান বে-আইনীভাবে সীমান্তে সৈন্য ও জঙ্গী অনুপ্রবেশ ঘটিয়ে ভারতীয় নাগরিকদের হত্যা ও সীমান্তে পাহারাদার জওয়ানদের হত্যা বা জখম করছে৷ সীমান্তে অশান্তি ঘটাচ্ছে৷ 
প্রাক্তন নৌ-সেনা অফিসার কুলভূষণ যাদবকে মিথ্যা অভিযোগে গ্রেফ্তার করে পাকিস্তানের সামরিক আদালত ফাঁসীর আদেশ দিয়েছে৷ তিনি অবসরের পর বে-সরকারী ভাবে ব্যষ্টিগত জীবনে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন৷ সামরিক বিভাগের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র ছিল না৷ ইরাণ থেকে তাঁকে গ্রেফ্তার করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে পাকিস্তানী গুপ্তচরেরাই৷ এই ধরণের মিথ্যাচারিতা পাকিস্তানী সামরিক বিভাগ বহু বছর করে চলেছে৷ কারণটা হ’ল পাকিস্তানের সামরিক শাসকগণই চিরকাল ভারত বিদ্বেষী৷ ঘটনা পরম্পরায় দেখা যায় কুলভূষণ যাদব প্রথম নন---এর আগে বেশ কয়েকজন নিরপরাধ ভারতীয়কে পাকিস্তান চর-বৃত্তি করার অভিযোগে গ্রেফ্তার করে৷ 
পাঞ্জাবের সবরজিৎ সিং ঃ ১৯৯০ সালে শ্রী সিংকে পাক্ পাঞ্জাবে বোমা হামলার ঘটনায় মিথ্যা অভিযোগে গ্রেফ্তার করা হয় ও লাহোর জেলে বাইশ বছর কাটানোর পর তাঁকে খুন করা হয়৷ তাঁর প্রাণভিক্ষার আবেদন খারিজ করেন পাক শাসক পারভেজ মুশারফ যিনি বর্তমানে পাকিস্তানের মাটিতেই নানা মামলায় অভিযুক্ত৷ একসময় তিনি ভারতের অন্তর্গত দিল্লীরই অধিবাসী ছিলেন৷ সামরিক শাসক হিসেবে ভারত ভ্রমণে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে যে অভব্য আচরণ করেন তাজমহল দর্শন কালে তা সকলেরই জানা৷ 
কিরপাল সিং ঃ পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা৷ ১৯৯২ সালে ওয়াঘা সীমান্ত থেকে ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন৷ তাঁর বিরুদ্ধে চর-বৃত্তির অভিযোগে চার্জ গঠন করা হয় ও বোমা হামলার ঘটনায় অন্যায়ভাবে জড়িয়ে দোষী সাব্যস্ত করা হয়৷ তাঁকে মৃত্যু দণ্ডাজ্ঞা দেওয়া হয় ও জেলেই তাঁরা মৃত্যু হয়৷ 
কিশর ভগবান ঃ পেশায় ভারতীয় মৎসজীবী৷ আরব সাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে পাক কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে৷ ২০১৪ সালে করাচীর জেলে তাঁর রহস্যজনক মৃত্যু হয়৷ 
এইভাবে অসংখ্য মিথ্যা অভিযোগে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এই ধরণের জঘন্য অপরাধ ঘটিয়ে চলেছে 
সম্প্রতি কুলভূষণ যাদবকে নিয়ে পাকিস্তান যে কাণ্ডটি ঘটিয়েছে, তার জন্যে অত্যন্ত বেদনার সঙ্গে দিল্লীতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর তলব করেন ও কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেন৷ ভারত বলেছে,  শ্রী যাদবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে সামরিক আদালত মৃত্যু দণ্ডাদেশ দিয়েছে৷ এর উপযুক্ত জবাব তারা অবশ্যই পাবে৷ 
এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যে বক্তব্য রেখেছেন তা মোটেই সত্যাশ্রিত নয়৷ তিনি মুখে বন্ধুত্বের বার্তা দিলেও প্রতিবেশী রাষ্ট্রকে যে হুমকি দিয়েছেন সেটা বোঝার মত বুদ্ধি ভারতের শাসককুলের ও জনগণের আছে৷ নওয়াজ শরীফের স্মরণে থাকা উচিত যে ভারতের নতুন প্রধানমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী মধুর সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে সমস্ত বিধিনিষেধকে তোয়াক্কা না করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন৷ কিন্তু কুলভূষণের মৃত্যু দণ্ডাজ্ঞায় শ্রীযুক্ত মোদীজী এতটাই মর্মাহত ও ব্যথিত যে তিনি নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি৷ আমরা আশা করি পাকিস্তানের নেতৃবৃন্দের শুভবুদ্ধির উদয় হবে ও কুলভূষণ যাদবকে সসম্মানে মুক্তি দিয়ে ন্যায় ও সত্যের মর্যাদা দেবে৷ 
অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে, ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করে দেশনেতাগণ যে চরম অদূরদর্শিতার কাজ করেছিলেন তারই বিষময় ফলই এইসব মর্মান্তিক ঘটনাপ্রবাহ৷