পিতৃ-আজ্ঞা

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

বাপ-বেটাকে নিয়ে সংসার৷ বাপ হাটে গেছে৷ বেটা বাপের জন্যে ভাত-ডাল-তরকারী রেঁধে রেখেছে৷ বাবা খেতে বসে বলছে--- রামচন্দ্র, রামচন্দ্র, ওরে রাউজা,দাইল নিতে কয় গণ্ডা মরিস্ দিস?

বেটা বললে--- সয় গণ্ডা৷

বাপ--- দিবারে কইসিলাম কয় গণ্ডা?

বেটা--- আজ্ঞা, আষ্ট গণ্ডা৷

বাপ--- দিস কত?

বেটা--- আইজ্ঞা সয় গণ্ডা৷

বাপ--- এ অন্ন কাউম্ না, এ অন্ন কাউম্ না৷

বেটা--- এ্যাবার এ্যাডা ক্ষমা করেন, মাপ করেন৷ এক্কেরে কতা দিত্যাসি, এ্যামনডা আর অইবো না৷

বাপ--- ত্র্যাতাযুগে যে রামচন্দ্র আসিল হ্যা পিতৃসত্য পালনের লাইগ্গা ১৪ বৎসর বনবাস গ্যাসিল৷ তুমি কলিযুগের রামচন্দ্র পিতৃ-আজ্ঞা লঙ্ঘন করস৷ দিবারে কইসিলাম কয় গণ্ডা মরিস?

বেটা---আইজ্ঞা, আষ্ট গণ্ডা৷

বাপ--- দিস কত?

বেটা--- সয় গণ্ডা৷

বাপ--- তুমি পিতৃ-আজ্ঞা লঙ্ঘন  করস৷ এ অন্ন কাউম না, লাতি মাইর্যা তালা াইঙ্গা ফ্যালাই দিমু৷