পর্বতশৃঙ্গ জয়ে করলেন বাঙলার চার দৃষ্টিহীন সন্তান

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

পর্বতশৃঙ্গে পৌঁছানো খুবই কঠিনতম কাজ, যেখানে সাধারণ মানুষের জীবন সংশয় হয়ে যায় ও অনেকক্ষেত্রে দেখা গেছে মৃত্যুও   ঘটে গেছে৷ এমন মারনাত্মক পর্বতশৃঙ্গে পৌঁছোনো  ট্রেন পর্বতারোহী অর্থাৎ যারা এই সমস্ত ব্যাপারে পটু তাদেরই নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হয়৷ এবার এখন যদি বলা হয় এই পর্বতশৃঙ্গ চারজন দৃষ্টিহীন ও আংশিক দৃষ্টিহীন চার বাঙালী সন্তান জয় করেছেন, সেটা বিশ্বাস করাটা অসম্ভবই মনে হবে৷ শৃঙ্গ জয়ের  নজির গড়ল বেহালার স্বেচ্ছাসেবী সংঘটন ‘ভয়েস অব ওয়ার্ল্ড-এর উদ্যোগে গত ১৭ই সেপ্ঢেম্বর গঙ্গোত্রী থেকে  ১৪ জন যাত্রা শুরু করেন  এরপর শেষের দিকে মাত্র ৬ জনই পৌঁছোতে পারে রুদ্রগয়ার শিখরে৷ এছাড়া এদের সঙ্গে দুজন  সাহায্যকারী  পর্বতারোহী অবশ্যে তাঁদের সঙ্গেই ছিলেন৷

যে চার জন বিজয়ী হয়েছেন তাদের বয়স ১৮-২২ এর মধ্যে ছিল৷  এদের নাম হলো সম্পূর্ণ দৃষ্টিহীন ---বাসুদেব ভাল্লা ও সুকদেব ভাল্লা ও আংশিক দৃষ্টিহীন শুভেন্দু মাঝি ও  উজ্জ্বল ঘোষ বিশেষভাবে সক্ষম৷  এদের দুজন সহযোগী ছিলেন তাদের নাম দেবস্মিতা ও  তারক সর্দার৷

এই অসাধ্য সাধন হওয়ার একমাত্র উদ্যোক্তা একটি সংস্থা বেহালার ভয়েস অব ওয়ার্ল্ড৷ এই সংস্থা প্রতিবছরই অ্যাডভেঞ্চার ক্যাম্প ও বিশেষভাবে সক্ষমদের  নিেেয় শৃঙ্গ জয়ের চেষ্টা চালাতেন৷  এবছরও  তার অন্যথা হয়নি৷