পশ্চিম মেদিনীপুরে আমরা বাঙালীর মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা নভেম্বর সন্ধ্যায় জেলা সচিব শঙ্কর প্রসাদ কুণ্ডু, অন্যতম জেলা কমিটির সদস্য রঞ্জিত কুমার ঘোষ, মহিলা সমাজ সচিব কল্পনা গিরি ও কেন্দ্রীয় আন্দোলন ও আইন সচিব রাজু মান্নার নেতৃত্বে অসমে বাঙালী হত্যার প্রতিবাদে মোমবাতি মিছিল মেদিনীপুর শহরের জনবহুল পথ পরিক্রমা করে৷

উক্ত পাঁচজন বাঙালীকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে জেলা কমিটির পক্ষ থেকে ৪ঠা নভেম্বর বিকেলেও বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিল চলাকালীন পথের বিভিন্ন স্থানে পথসভায় আমরা বাঙালীর সদস্যবৃন্দ বক্তব্য রাখেন৷ কেরানীটোলা, কালেক্টরি মোড়, রাজাবাজার ও বটতলাচকে জেলা সচিব শঙ্করপ্রসাদ কুণ্ডু ও কেন্দ্রীয় আইন ও আন্দোলন সচিব রাজু মান্না বক্তব্য রাখতে গিয়ে বলেন অসম সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এন.আর.সি.-র নামে বাঙালীদের উচ্ছেদ করার এই ষড়যন্ত্র আমরা বাঙালী মানবে না৷ এর জন্যে লাগাতার আন্দোলনে সামিল হতে হবে৷ তাঁরা আরও বলেন এই মুহূর্ত্তে এই ষড়যন্ত্র থেকে প্রশাসন হাত তুলে না নিলে তাঁরা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবেন৷