ফুটবল জগতে নতুন রেকর্ড

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 

নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্ব ফুটবলের রাজার রেকর্ড ভাঙলেন আন্তর্জাতিক ফুটবলের তারকা লিওনেল মেসি৷ স্যান্টোসের হয়ে পেলে করেছিলেন ৬৪৩টি গোল৷ সেই রেকর্ড ভাঙলেন বার্সেলোনার হয়ে মেসি৷  গত মঙ্গলবার  গভীর রাতে লা লিগায় মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ভালাদলিদ৷ ৩-০ গোলে জয়ের সেই ম্যাচে ৬৫ মিনিটে গোল করেন মেসি৷ ৭৪৯ টি ম্যাচে ৬৪৪টি গোল বার্সেলোনার হয়৷ পেলে যদিও  অনেক কম ম্যাচে ৬৪৩টি গোলের রেকর্ড গড়েছিলেন৷  ‘ফুটবলের গড ফাদার’ পেলে ৬৬৫ টি ম্যাচে স্যান্টোসের  হয়ে এই সংখ্যক  গোল করে রেকর্ড তৈরী  করেছিলেন৷ সেই রেকর্ড এতদিন পর ভাঙলো বাসেলোনার হয়ে মেসি৷

মেসি জানিয়েছেন ‘‘যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম ভাবিনি কোনও রেকর্ড ভাঙতে পারব৷ কিন্তু পেলের রেকর্ড ভাঙব তা তো কখনও কল্পনাও করতে পারিনি৷ আমি সকলকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সাহায্য করেছেন ও উৎসাহ দিয়েছেন৷ আমার সকল ফুটবল বন্ধু , পরিবার তথা সমস্ত ফুটবলপ্রেমীদের আমি ধন্যবাদ জানাচ্ছি যাঁরা আমাকে সমর্থন করেছেন৷’’

এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের এই রেকর্ড মেসি স্পর্শ করেছিলেন ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে,তখন মেসিকে অভিনন্দন জানিয়ে বৃদ্ধ ব্রাজিলিয়ন কিংবদন্তি লেখেন ‘হৃদয় ভালবাসায় উপচে  পড়ে তখন রাস্তা বদলে ফেলা মুশকিল৷ তোমার মত আমিও  একই জার্সি দিনের পর দিন গায়ে চাপানোর মধ্যে ভাল লাগা, তার অনুভূতি৷  সেই অনুভূতির চেয়ে ভাল আর কিছু হয় না৷’ মেসিকে বার্র্সতে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি৷

এই মরসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি কিন্তু চুক্তির কারণে তা সম্ভব হয়নি৷ কিন্তু এখন মনে হচ্ছে সেই বাধা আর আসবে না এখন এটাই দেখার মেসি কি ছাড়বেন বার্সেলোনা৷ এই উত্তরের জন্য চিন্তিত ফুটবল ভক্তরা৷