রাজ্যসভায় পাঁচে পাঁচ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিমবঙ্গে রাজ্যসভায়  শূন্য হওয়া পাঁচ আসনে ছয়জন মনোনয়ন জমা দিয়েছিল৷ চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত ছিল৷ কিন্তু অঙ্কের হিসেবে বাম কংগ্রেসের জোটবদ্ধ হওয়ায় পঞ্চম আসনে সি.পি.এমের প্রার্থীর জয়ী হওয়ার কথা৷ কিন্তু তৃণমূল সমর্থিত দীনেশ বাজাজ নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল৷ কিন্তু দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হওয়ায় শূন্য পাঁচ আসনের জন্য পাঁচজন প্রার্থী রইলেন৷ নির্বাচনের আর প্রয়োজন থাকল না৷ কংগ্রেসের হাত ধরে পঞ্চম আসনে জয়ী হল সি.পি.এম প্রার্থী৷ প্রসঙ্গতঃ উল্লেখ থাকে বাম জমানায় কংগ্রেসকে ভোট দেওয়ায় হাত কেটে নিয়েছিল সি.পি.এমের ঘাতকরা৷ সেই কংগ্রেসেরই হাত ধরে রাজ্যসভায় যেতে হল সি.পি.এম-কে৷ রাজনীতির কি বিচিত্র চরিত্র!