স্বপ্ণের দৌড়-- পি.টি ঊষা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতীয় মহিলাদের গর্ব ও নিজের অস্তিত্ব রক্ষার লড়াইতে বিজয়িনী, মহিলাদের নামের পাশে অবলা কথাটির  অর্থহীন করতে পেরেছিলেন একজন ভারতীয় মহিলা নাম তার পি.টি. ঊষা৷ তাই বলা হয়েছে স্বপ্ণের দৌড় পি.টি. ঊষা৷

ভারতীয় অ্যাথলেটিক্সের  ইতিহাসে ও বিশ্ববাসীর মুখে মুখে দৌড় বিখ্যাত নাম পি.টি ঊষা৷ এ বছরে ৫৬ বছরে পা রাখলেন ভারতীয় ট্রাক ফিল্ডের রানি৷ যিনি এশিয়ান গেমসের মঞ্চ থেকে দেশকে উপহার  দিয়েছিলেন ১১টি পদক৷

তার প্রতিভা সম্পর্কে কিছু স্বনামধন্য মানুষ জানিয়েছেন, তাঁদের মধ্যে একজন স্বনামধন্য ভারতীয় প্রাক্তন ব্যাটস্ম্যান যুবরাজ সিংহ৷ তিনি বলেন---‘‘ভারতীয় ট্র্যাক ফিল্ডের রানির পারফরম্যান্স দেখতে দেখতে ছোট থেকে বড় হয় ওঠা, সত্যি তিনি সমস্ত ভারতীয়দের গর্ব৷ আমরা গর্বিত তাঁর মত একজন আথলেটিক্সকে পেয়ে৷ নতুনদেরকে নিজের তালিমে যেভাবে তিনি দায়বদ্ধভাবে গড়ে তুলছেন তার কোনো তুলনা হবে না৷’’

ভারতীয় ইতিহাসের ১৯৮৬ সালের সোল এশিয়ান গেমসে তিনি অমর হয়ে রয়েছেন৷ যেখানে ভারত পেয়েছিল পাঁচটি সোনা৷ ঊষা নিজেই জিতেছিলেন ৪টি সোনা, ২০০ মিটার, ৪০০ মিটার, ৪০০মিটার হার্ডলস ও ৪৪০০মিটার রিলে রেসে৷ ১০০ মিটারে পেয়েছিলেন রূপো৷ অ্যাথলেটিক্স থেকে অবসরের পরে ২০০২ সালে তিনি অ্যাথলেটিক্স স্কুল খোলেন৷ যেখান থেকে উঠেছেন টিন্টু লুকার মতো মহিলা স্প্রিন্টার৷

তাই ভারতীয় কোনো মহিলা যদি অ্যাথলেটিক্স হতে চান তবেই  প্রথমেই তার পি.টি.ঊষার কথা মাথায় আসে, তার স্বপ্ণের দৌড় দৌড়ানোর লক্ষ্যের জন্য৷