সবুজ পৃথিবী

লেখক
অনন্যা সেনগুপ্ত

প্লাস্টিক বা থার্মোকল

তবেই বন্ধ হবে

যবে তৈরী হবার জায়গাগুলো

আর রবে না ভবে৷

বিকল্প হিসেবে সেই

পাতার ব্যবহার ফেরাতে

দেশীয় উপকারী গাছ

প্রচুর হবে লাগাতে৷

স্বপ্ণ দেখি আবার ফাঁকা মাঠে

হবে সবুজ বন

আনন্দে ভরবে তখন

সকল জীবের মন৷