সময়োচিত কিছু কথা

লেখক
বিশ্বদেব মুখোপাধ্যায়

দুরদর্শনের বিভিন্ন বাংলা চ্যানেলে বিনোদনের জন্য নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে৷ এর মধ্যে ধারাবাহিক ছাড়াও সঙ্গীত, নৃত্যের বিভিন্ন অনুষ্ঠান বেশ জনপ্রিয়৷ দর্শক সংখ্যা বেশ ভালোই৷ বয়স্ক-বয়স্কারা ছাড়াও অন্যান্য বয়সের পুরুষ---মহিলারাও এইসব অনুষ্ঠানের নিয়মিত দর্শক৷ বিভিন্ন বাংলা চ্যানেলে মাঝে মধ্যেই সঙ্গীতের অনুষ্ঠান বা প্রতিযোগিতা হয়ে থাকে৷ আর এই সঙ্গীতানুষ্ঠান বা প্রতিযোগিতা যাই হোক না কেন সেই বিষয়ে কারও কোনো আপত্তি থাকতে পারে বলে মনে হয় না৷ আপত্তি উঠছে অন্য কারণে৷ বাংলার অধিবাসী অর্থাৎ বাঙালী হিসেবে অনেকেই মনে করেন বাংলার চ্যানেলগুলোতে বাংলা গানের উপর কী প্রতিযোগিতা বা সাংসৃকতিক অনুষ্ঠান করা সম্ভব নয়? সকল ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই বলা যায় বাংলার সঙ্গীত জগত যথেষ্ট সমৃদ্ধ৷ সেই সঙ্গীতের ডালি নিয়ে অনুষ্ঠান বা প্রতিযোগিতা করার দাবি উঠছে৷ অনেকের  ধারণা সুকৌশলে বাঙালীদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ৷ বাংলার মত এমন সমৃদ্ধ ভাষায় রচিত সঙ্গীতের উপর আধারিত অনুষ্ঠান ভালোভাবেই হতে পারে৷ আর এ বিষয়ে বাংলার শিল্পীদেরও সরব হওয়া উচিত বলে অনেকের অভিমত৷

বাংলা ধারাবাহিকগুলির (অবশ্যই সবগুলি নয়) মান ক্রমশই নিম্নমুখী হয়ে যাচ্ছে৷ বর্তমান সময়ের পারিবারিক বা সামাজিক জীবনের যে কদর্য ছবি ধারাবাহিক গুলিতে দেখানো হচ্ছে তাতে সমাজে খারাপ বার্তাই যাচ্ছে৷ জগাখিচুড়ি ভাষার ব্যবহারের পাশাপাশি হিংসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা, লোভ লালসা, অন্যের ক্ষতি করার চেষ্টা যেভাবে পর্দায় তুলে ধরা হচ্ছে তা নিশ্চয়ই সুস্থ সংস্কৃতিকর পর্যায় পড়ে না৷ এসব অনেকের মনেই কুপ্রভাব ফেলছে৷ এমনিতেই পৃথিবী জুড়ে সামাজিক-অর্থনৈতিক অস্থিরতার কারণে মানুষ দিকভ্রান্ত৷ তারা মানসিক ভারসাম্য বজায় রাখতে পারছে না৷ সেই সময় ধারাবাহিক গুলিতে এমন ঘটনা দেখানো হলে মানুষের মন বিপথগামী হতে বাধ্য৷ সমাজে অপরাধের সংখ্যা দ্রুতগতিতে বাড়াতে এগুলিও অনুঘটকের কাজ করছে বলে মনস্তাত্ত্বিকদের ধারণা৷ অথচ এই গণমাধ্যমের সাহায্যে মানুষের কাছে ভালো বার্তা পৌঁছে দেওয়া যেতে পারে৷ সবাই জানে মানুষ যা দেখে তাই শেখে৷ একারণে লোভ, হিংসা, বিদ্বেষ, অবৈধ সম্পর্ক, নিষ্ঠুরতা ইত্যাদি ফলাও করে না দেখিয়ে যা দেখালে মানুষের মনের সুবৃত্তিগুলি অর্থাৎ মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, সেবার মানসিকতা ইত্যাদি গড়ে উঠতে পারে সেই ধরণের কাহিনীর উপর আধারিত ধারাবাহিক বাংলা চ্যানেলগুলিতে দেখানো হলে সকলের উপকারই হবে৷ বাংলার সাহিত্য সম্ভার যথেষ্ট সমৃদ্ধ৷ তাকে কাজে লাগিয়ে ধারাবাহিক গুলি তৈরী করা হলে বাংলার মানুষের উন্নতি হবে৷