স্টাডি ইন ইন্ডিয়া!

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাণিজ্যের পাশাপাশি এবার শিক্ষাক্ষেত্রেও বিদেশীলগ্ণির দরজা খুলে দেওয়া হল ফলে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলি ভারতে তাদের ক্যাম্পাস খুললে সবরকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলে মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছেন এর ফলে দেশের শিক্ষাব্যবস্থার বেসরকারীকরণ, বিদেশীকরণও বাণিজ্য করণের আয়োজন পাকা হল আত্মনির্ভর ভারতে স্টাডি ইন্ ইন্ডিয়ার অর্থ দাঁড়াল---দেশের মাটিতে বসে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পাঠ নেওয়া।

দেশের শিক্ষামন্ত্রী বলেছেন--- সাড়ে সাত লক্ষ ছাত্র-ছাত্রী প্রতিবছর বিদেশে পড়তে যায় ফলে প্রচুর ডলার বাইরে চলে যায় এখন প্রশ্ণ উঠছে যে সব বিদেশী বিশ্ববিদ্যালয় এখানে ক্যাম্পাস খুলবে তারা ছাত্র-ছাত্রাদের ফির ডলার এদেশে রেখে দেবে শিক্ষার মান নিয়ে ছাত্রছাত্রাদের আশঙ্কা মূল ক্যাম্পাসের শিক্ষার মান বিদেশে খোলা ক্যাম্পাসে বজায় থাকবে না বরং বিদেশী ক্যাম্পাসগুলোর সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় দেশী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফি অনেক বেড়ে যাবে।