শতবর্ষে ইষ্টবেঙ্গলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

একশ’ বছরে পা দিল কলকাতার ইষ্টবেঙ্গল ক্লাব৷ গত রবিবার এক জাঁকজমকপূর্ণ অনুুষ্ঠানের মধ্যে দিয়ে মেতে উঠেছিলেন লাল-হলুদের সদস্য-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ ও বহু গুণীজনেরা৷ উপস্থিত ছিলেন এই ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত সুরেশ চন্দ্র চৌধুরীর পুত্র অমরেশ চৌধুরী, কন্যা সঞ্জনা চৌধুরী সহ বহু ক্রীড়াপ্রেমী মানুষ৷ কুমোরটুলির পার্ক থেকে ময়দান পর্যন্ত বিশাল মিছিল লাল-হলুদের ছড়াছড়ি৷ পূজোর আগেই এ যেন তিলোত্তমা বোধন হ’ল একশ’ ঢাকের সুরেলা বাজনায়৷ বেশ কয়েক প্রজন্মের এই মিলনমেলা সত্যিকারের উৎসবের রূপ নিয়েছে৷ শুধু কলকাতায় নয়, দেশের বিভিন্ন স্থানে ও বিদেশেও এদিন ইষ্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালন করার খবর পাওয়া গেছে৷ রাজনীতির বেড়াজাল থেকে বেড়িয়ে এসে অতীত-বর্তমানের বহু মানুষের অশ্রুসজল মুখশ্রী নজরে এসেছে লাল-হলুদের শতবর্ষের মিছিলে৷ মিছিলে হাঁটতে হাঁটতে অনেকেই সুদূর অতীতে স্মৃতি রোমন্থন করছিলেন৷ বাঙালীর প্রকৃত আবেগ ফুটে উঠেছিল কলকাতার রাজপথে, সৌজন্যে শতবর্ষের ইষ্টবেঙ্গল৷