টেস্ট ক্রিকেটে  হ্যাটট্রিক করেছে ভারতীয় দল, তাই টেস্ট ক্রিকেটে এখন এক নম্বর দেশ ভারত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

টানা তিনবার টেস্ট বিশ্বের একনম্বর দল ঘোষিত হওয়ার পরে খুশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও৷ তিনি বলছেন, ‘‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখতে পেরে আমরা গর্বিত৷ গত মরসুমেই অস্ট্রেলিয়া থেকে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত৷ যা টেস্টে একনম্বর জায়গা ধরে রাখতে সাহায্য করেছে বিরাটদের৷ ফের টেস্টে এক নম্বর দল হওয়ায় দশ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্য পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ কোটি ৯১ লক্ষ টাকার কিছু বেশি৷ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে গত ১লা এপ্রিল পর্যন্ত পয়েন্টের ভিত্তিতে এক নম্বরে থেকে গিয়েছে৷ দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যাণ্ড৷ গত সোমবার আইসিসির তরফে এই তথ্য জানানো হয়েছিল৷

এই র্যাঙ্কিয়ের বিষয় ভারতীয় দলের অধিনায়ক কোহালি বলেছেন, ‘‘সব ফর্ম্যাটেই আমাদের দল ভাল খেলেছে৷ কিন্তু এক নম্বর হওয়ার আনন্দই আলাদা৷’’ এটা আমরা সবাই জানি যে, টেস্ট ক্রিকেটের গুরুত্ব সম্পর্কে, আর সেখানে এক নম্বর হওয়ার কাজটা কতটা কঠিন সে ব্যাপারেও অবহিত সকলে৷

ভারতই যে ফের ক্রিকেট বিশ্বের এক নম্বর দল হতে চলেছে তা গত অস্ট্রেলিয়া সফরে বিরাটদের সিরিজ জেতার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল৷ কিন্তু গত বছরে টেস্টে নিউজিল্যাণ্ডের ধারাবাহিক সাফল্য তাদের তৃতীয় স্থান থেকে তুলে  এনেছে দ্বিতীয় স্থানে৷ নিউজিল্যাণ্ডের পক্ষে আনন্দের খবর, তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন পাচ্ছেন আইসিসির স্পিরিট অব ক্রিকেট খেতাব৷ অন্যদিকে, তিন নম্বরে নেমে গিয়েছে গত দু’বছর টেস্টে দু’নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা৷

আইসিসির চিফ এগজিকিউটিভ মনু সাহানি টানা তিনবছর এক নম্বর হওয়ার জন্য ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে৷ তিনি বলেন, ‘‘টেস্টে টানা তিনবার একনম্বর হওয়ার জন্য অভিনন্দন ভারতকে৷ গত কয়েক বছর ধরে বিরাট কোহালির দল ক্রিকেটের সব ফর্র্ম্যটেই জেতার জন্য যে আবেগ দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্যতা রাখে