ত্রিবেণী সঙ্গম

লেখক
আনন্দম্ মহানন্দম্

তিন মেয়েতে বন্ধু হয়ে

বেশ চলছো হেলেদুলে

যাচ্ছ বুঝি ত্রিবেণী ঘাট

নইলে এমন চালে চলে

এ তোমরা কেমন রাধা

তিন চুলে এক বেণী বাঁধা

পথ হারাতে চাওনা জানি

বেণী এমন তাই বলে৷

মার্গ জানি সোজা নয়

যেন বেণীর আঁকাবাঁকা

সব বাঁকেতেই হারিয়ে যাবার

যেন বিধি আছে লেখা৷

সাবধানেতে যেও কিন্তু

ছয় চক্রেতে পা ফেলে

ত্রিকুটিতে হারিয়ে যেও

 সে সখার সাগর জলে৷৷