ঠাকুরনগরে তত্ত্বসভা ও অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪, ১৫ই মার্চ ঠাকুরনগর কাটাখাল নিবাসী শ্রীপ্রদীপ কুমার মণ্ডলের বাড়ীতে তত্ত্বসভা ও ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ১৪ তাবিখ সন্ধ্যায় শতাধিক মার্গীর উপস্থিতিতে ধর্মচক্র অনুষ্ঠিত হয়, এরপর মার্গগুরুদেবের জীবনী ও তাঁর প্রবর্ত্তিত দর্শনের ওপর দীর্ঘ আলোচনা করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷

১৫ তারিখ সকাল ৬টা থেকে শুরু হয় অখণ্ড কীর্ত্তন৷ অনুষ্ঠানের সূচনা হয় ভোর ৪টে থেকে প্রভাত ফেরীর মাধ্যমে গ্রাম পরিক্রমা করে৷ ছয় ঘণ্টা ব্যাপী কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, শ্রী হরলাল হাজারী, শ্রী কুমুদ দাস৷ কীর্ত্তন, সাধনা ও সাধ্যায় শেষে কীর্ত্তন মাহাত্তের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূণানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা ও আচার্য বোধিসত্বানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাস৷ অনুষ্ঠান শেষে উপস্থিত চার শতাধিক ভক্তমণ্ডলীকে ধন্যবাদ জানান ও প্রীতিভোজে আপ্যায়িত করেন শ্রী প্রদীপ কুমার মণ্ডল ও পরিবারের সদস্যরা৷