১১ই এপ্রিল থেকে ১৯শে মে দিল্লি দখলের মহারণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত সাত দফায় আসন্ন ১৭তম লোকসভা নির্বাচন সম্পন্ন করবার নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ সাত দফা নির্বাচনের তারিখগুলি হ’ল---১১ই এপ্রিল, ১৮ই এপ্রিল, ২৩শে এপ্রিল,  ২৯শে এপ্রিল, ৬ই মে, ১২ই মে ও ১৯শে মে ২০১৯৷ গণনা হবে ২৩শে মে ২০১৯৷

এবারে লোকসভা নির্বাচনের সঙ্গে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনও সংঘটিত হবে৷ ওই চারটি রাজ্য হ’ল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও সিকিম৷

পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন ১১ই এপ্রিল৷ নির্বাচন হবে আলিপুরদুয়ারে ও কোচবিহারে৷ দ্বিতীয় দফায় (১৮ই এপ্রিল) নির্বাচন হবে দার্জিলিং জলপাইগুড়ি ও রায়গঞ্জে, তৃতীয় দফা (২০শে এপ্রিল) নির্বাচন হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, মুর্শিদাবাদ, জলঙ্গীতে৷ চতুর্থ দফায় (২৯শে এপ্রিল) নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান-পূর্ব, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর৷ পঞ্চম দফায় নির্বাচন হবে (৬ই মে) হুগলী, আরামবাগ, শ্রীরাম, বনগাঁ, বারাকপুর, হাওড়া ও উলুবেড়িয়ায়৷ ষষ্ঠ দফায় (১২ই মে) নির্বাচন হবে মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক ও কাঁথিতে৷ শেষ অর্থাৎ সপ্তম দফা (২৩শে মে) নির্বাচন অনুষ্ঠিত হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মণ্ডহারবার, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে৷

শান্তিপ্রিয় দেশবাসী আশা করেন এই গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনে বিভিন্ন দল ও প্রার্থীরা গণতন্ত্রের নিয়মনীতি অনুসরণ করে যেন জনগণের কাছে নিজেদের বক্তব্য রেখে শান্তিপূর্ণভাবে জনগণকে তাঁদের পছন্দমত দল ও প্রার্থীকে নির্বাচন করবার সুযোগ দেন৷ বলপ্রয়োগ করে, সন্ত্রাস সৃষ্টি করে বা কোনরকম অসদুপায়বলম্বন করে যেন গণতন্ত্রকে কলুষিত না করা হয়৷