আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত সাত দফায় আসন্ন ১৭তম লোকসভা নির্বাচন সম্পন্ন করবার নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ সাত দফা নির্বাচনের তারিখগুলি হ’ল---১১ই এপ্রিল, ১৮ই এপ্রিল, ২৩শে এপ্রিল, ২৯শে এপ্রিল, ৬ই মে, ১২ই মে ও ১৯শে মে ২০১৯৷ গণনা হবে ২৩শে মে ২০১৯৷
এবারে লোকসভা নির্বাচনের সঙ্গে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনও সংঘটিত হবে৷ ওই চারটি রাজ্য হ’ল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও সিকিম৷
পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন ১১ই এপ্রিল৷ নির্বাচন হবে আলিপুরদুয়ারে ও কোচবিহারে৷ দ্বিতীয় দফায় (১৮ই এপ্রিল) নির্বাচন হবে দার্জিলিং জলপাইগুড়ি ও রায়গঞ্জে, তৃতীয় দফা (২০শে এপ্রিল) নির্বাচন হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, মুর্শিদাবাদ, জলঙ্গীতে৷ চতুর্থ দফায় (২৯শে এপ্রিল) নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান-পূর্ব, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর৷ পঞ্চম দফায় নির্বাচন হবে (৬ই মে) হুগলী, আরামবাগ, শ্রীরাম, বনগাঁ, বারাকপুর, হাওড়া ও উলুবেড়িয়ায়৷ ষষ্ঠ দফায় (১২ই মে) নির্বাচন হবে মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক ও কাঁথিতে৷ শেষ অর্থাৎ সপ্তম দফা (২৩শে মে) নির্বাচন অনুষ্ঠিত হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মণ্ডহারবার, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে৷
শান্তিপ্রিয় দেশবাসী আশা করেন এই গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনে বিভিন্ন দল ও প্রার্থীরা গণতন্ত্রের নিয়মনীতি অনুসরণ করে যেন জনগণের কাছে নিজেদের বক্তব্য রেখে শান্তিপূর্ণভাবে জনগণকে তাঁদের পছন্দমত দল ও প্রার্থীকে নির্বাচন করবার সুযোগ দেন৷ বলপ্রয়োগ করে, সন্ত্রাস সৃষ্টি করে বা কোনরকম অসদুপায়বলম্বন করে যেন গণতন্ত্রকে কলুষিত না করা হয়৷