পশ্চিম ত্থেমদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে গত ৪, ৫ এপ্রিল ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই অখণ্ড কীর্ত্তনে মেদিনীপুর ও বাঁকুড়া জেলার বহু আনন্দমার্গী যোগদান করেন৷ কীর্ত্তনের পরে বেশ কিছু মানুষ আনন্দমার্গের সাধনায় দীক্ষিত হন৷ কীর্ত্তনের পরে গরীবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ এই কীর্ত্তনে আনন্দমার্গের আদর্শ ও ধর্ম সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও আচার্য অমৃতবোধানন্দ অবধূত৷
গত ১৩,ঙ৷ ১৪ই এপ্রিল বীরভূম জেলার ইমাদপুর আনন্দমার্গ আশ্রমে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বীরভূম, বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগণা, দুমকা থেকে অনেক মার্গী এই অখণ্ড কীর্ত্তনে যোগদান করেন৷ কীর্ত্তনের পরে আনন্দমার্গের দর্শন ও সেবা কর্ম নিয়ে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও আচার্য প্রসূনানন্দ অবধূত৷ এখানেও অনেক মানুষ আনন্দমার্গের সাধনা পদ্ধতি শেখেন৷