লেখক
প্রভাত খাঁ
জড়বাদী অহংকারী পাষণ্ডের দল
ছলবল করি’ কৌশল
নীতিবাদী মনগুলো স্তব্ধ করি’
দিতে চায় হত্যার তাণ্ডবে
তাই প্রতিবাদ, প্রতিরোধ আর
প্রতিবিধান করতে ভুলো না কখনো৷
হিমালয়ও চূর্ণ হয়ে যাবে–
যদি আঘাতে আঘাতে তারে
নাড়া দিয়ে চলো৷
ভয়ে ভীত কাপুরুষ ওরা, ওদের
সদাই ভয় হয়তো বা ধ্বংস
হয়ে যাবে৷ রজনীর অন্ধকার–
শেষ হয় নবীন সূর্যোদয়ে
প্রভাত আলোকে৷
আলোকের শিশু ওরা আলোকের
গান গেয়ে গেল৷
তমসার অন্ধকারে তাদের রক্তের
ঋণ শোধ দিতে ন্যায়দণ্ড হাতে
নেমে আসে দেখো ওই দণ্ডধারি
এ মাটির ’পরে৷
ভয় নাই পাপীরা বিনাশ হবে
এ ধরণী ’পরে, ন্যায় ধর্ম
প্রতিষ্ঠা হবে সুদর্শন চক্রের আঘাতে৷
- Log in to post comments